জানেন, বাড়িতে কত সোনা রাখা বৈধ? আর পড়তে হবে না বিপদে, সোনা কেনার আগেই জেনে নিন নিয়ম!

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে চলছে বিয়ের মরশুম। ছেলে হোক কিংবা মেয়ের বিয়ে শুধু কি শাড়ি, জামা কাপড় কিনলে চলে? আসল অলংকার তো হচ্ছে সোনা (Gold)। বিশেষ করে মেয়েদের বিয়েতে এই হলুদ অলংকারের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। এছাড়াও সোনার গয়নাতেই (Gold) অপরূপ সুন্দরী হয়ে ওঠেন প্রতিটি কনে। নিশ্চয়ই বিয়ের আগে প্রচুর প্রচুর সোনার গয়না কিনেছেন। সোনার গয়না (Gold) তো কিনছেন! কিন্তু কি জানেন কত সোনা বাড়িতে রাখা যায়? সীমার তুলনায় এক গ্রাম বেশি হলেই বাড়িতে হানা দিতে পারে ইনকাম ট্যাক্স অফিসার।

বাড়িতে সোনা (Gold) রাখার ক্ষেত্রে কি ঠিক কি নিয়ম রয়েছে?

সোনা (Gold) শুধু নারীদের অলঙ্কার নয়, বিপদের রক্ষক হিসেবেও কাজ করে। তাই সকলে বাড়িতে কমবেশি সোনা রেখেই থাকেন। কিন্তু বাড়িতে সোনা রাখার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ভারতীয় আইন। সেই সীমা অতিক্রম করলেই আয়কর দপ্তরের তরফ থেকে পাঠানো হতে পারে নোটিশ কিংবা দিতে হতে পারে জরিমানা। অনেক সময় জেল হয়ে যাবারও সম্ভাবনা থাকে। যদিও নারী, পুরুষ দুজনের ক্ষেত্রে সোনা রাখার নিয়ম আলাদা আলাদা।

How much gold reserve at your home

মেয়েরা বাড়িতে কত পরিমাণ সোনা (Gold) রাখতে পারবেন: সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের সোনা রাখার নিয়ম আলাদা। একজন বিবাহিত মহিলা বাড়িতে সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা (Gold) রাখতে পারেন। আর অবিবাহিত মহিলারা সেখানে ২৫০ গ্রাম সোনা কিংবা সোনার গয়না নিজের কাছে রাখতে পারেন।

পুরুষরা কত গ্রাম সোনা বাড়িতে রাখতে পারেন: পুরুষদের ক্ষেত্রে এর সীমাটা আরো অনেকটাই কম। একজন পুরুষ নিজের কাছে মাত্র ১০০ গ্রাম সোনা (Gold) রাখতে পারেন। তবে শুধু সোনাই নয়, সরকারি নিয়ম অনুসারে সেই সোনা কোথা থেকে কেনা হয়েছে, তার প্রমাণও থাকা চাই। এতে করে আয়কর দফতর যদি কখনও বাড়িতে হানাও দেয়, সঠিক নথি দেখালে সহজে সেই সোনাও বাজেয়াপ্ত করা হবে না।

আরও পড়ুনঃ না হল সংসার, না পেলেন সন্তান সুখ, ‘পরের জন্মে যেন…’, ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা রেখার

এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কি ট্যাক্স দিতে হয়? এই বিষয়ে জেনে রাখা ভালো সেই সোনা যদি বৈধ হয়, আইনি কাগজ থাকে এবং পরিমাণ যদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে লাগে না। এমনকি আয়কর দফতর আপনার সেই সোনা সহজে বাজেয়াপ্ত করতেও পারে না।

আরও পড়ুনঃ ‘ব্ল্যাকমেইল করে..,’ পদ হারিয়ে এবার যা বললেন শান্তনু সেন, জোর শোরগোল

সোনা বিক্রি করার ক্ষেত্রেও রয়েছে বিশিষ্ট নিয়ম: বর্তমানে সোনা বিক্রির ক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। কেউ যদি সোনা কেনার ৩ বছর কিংবা তার বেশি সময় পর যদি বিক্রি করেন, সেক্ষেত্রে তাকে ২০ শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। সবমিলিয়ে বর্তমানে সোনা (Gold) কেনা কিংবা রাখার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করা হয়েছে। এই নিয়মগুলি মেনে চলা আবশ্যক।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর