Urfi Javed: লোকের গালি খেয়েই কোটিপতি, ছেঁড়াফাটা পোশাক দিয়ে কত টাকার সম্পত্তি বানিয়েছেন উরফি!

বাংলাহান্ট ডেস্ক : উরফি জাভেদ (Urfi Javed) নামটি এখন কারোর কাছেই অপরিচিত নয়। শুধুমাত্র উদ্ভট ফ্যাশনের উপর ভর করেই যে লাইমলাইটে থাকা যায় তা প্রমাণ করে দিয়েছেন তিনি। অভিনেত্রী হিসেবেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেই অর্থে মেলেনি জনপ্রিয়তা, যার কয়েক গুণ তাঁকে এনে দিয়েছে বিতর্কিত পোশাক। খ্যাতি তো মিলেছেই, রোজগার কেমন হয় উরফির (Urfi Javed) জানেন?

ছেঁড়া পোশাকেই ভাইরাল উরফি (Urfi Javed)

নেতিবাচক প্রচারও অত্যন্ত জোরালো প্রচার। একথাই অক্ষরে অক্ষরে মেনে চলেন উরফি (Urfi Javed)। প্রথমে বিভিন্ন হিন্দি সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে। তবে তখন তাঁকে সেই অর্থে কেউ চিনত না। যদিও প্রথম থেকেই যথেষ্ট সাহসী পোশাক পরতে দেখা গিয়েছে উরফিকে (Urfi Javed)। কালক্রমে কার্যত তা মাত্রা ছাড়ায়।

   

আরো পড়ুন : Solanki Roy: ‘মানুষের পাশে দাঁড়াতে রাজনীতি লাগে না’, নাম না করে কাকে কটাক্ষ শোলাঙ্কির!

নিজেই পোশাক বানান উরফি

প্রথমে কাপড় কেটে অদ্ভূত পোশাক বানাতেন উরফি (Urfi Javed)। পরবর্তীতে নিত্যদিনের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র উঠে আসে তাঁর ফ্যাশনে। সাইকেলের চেন, ব্লেড, সেফটিপিন, খেলনা গাড়ি থেকে শুরু করে নিজের ছবি, ফুল এমনকি খাবার দিয়েও পোশাক তৈরি করেছেন উরফি (Urfi Javed)। প্রথম প্রথম তীব্র ধিক্কার, ছিছিক্কার শুনতে হয়েছে তাঁকে। দায়ের করা হয়েছে অভিযোগও। তবে এখন তাঁর ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিতও হন উরফি।

আরো পড়ুন : Swastika Mukherjee: প্রতিবাদ মিছিলে হেসে ভাইরাল, ‘বেশ করেছি হেসেছি, যত ট্রোল করবি কর’, পালটা স্বস্তিকার

কত আয় হয় উদ্ভট পোশাক থেকে

বর্তমানে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে, শোতে আমন্ত্রণ পান উরফি (Urfi Javed)। সেখানেও নিজের ফ্যাশন সেন্সের পরিচয় দিতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, নিজের সমস্ত পোশাক নিজেই বানিয়ে পরেন তিনি। খুব সাধারণ জিনিসপত্র দিয়েই পোশাক বানাতে দেখা যায় উরফিকে। কিন্তু এতে আয় কেমন হয় তাঁর?

UrfI Javed

উরফি মূল আয় তাঁর পোশাক থেকে, মানুষের সমালোচনা থেকে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রচারের কাজেই লাগিয়েছেন তিনি। নেট দুনিয়ার ক্ষমতার কথা বর্তমানে সকলেই কমবেশি জানেন। সোশ্যাল মিডিয়ায় একবার ভাইরাল হতে পারলেই খুলে যায় ভাগ্য। আর এটাকেই নিজের কাজে লাগিয়েছেন উরফি। না, ভিড়ে হারিয়ে যাননি তিনি। বরং নেতিবাচক প্রচারের ক্ষেত্রেই পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে এবং বিভিন্ন ফটোশুট, রিয়েলিটি শো থেকে বেশ ভালো রকমই আয় হয় উরফির। সূত্রের খবর মানলে বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৭৩ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর