কেন্দ্রের বড় সিদ্ধান্তঃ হাওড়া কালকা মেলের নাম বদলে রাখা হল ‘নেতাজি এক্সপ্রেস’

বাংলাহান্ট ডেস্কঃ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Netaji Subhash Chandra Bose) নিয়ে এবার বিরোধ বেঁধে গেল কেন্দ্র রাজ্যের মধ্যে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে একদিকে যেমন অনুষ্ঠান পালনের জন্য একদিকে যেমন রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে, অন্যদিকে কেন্দ্র সরকারও বিশেষ এক কমিটি গঠন করেছে।

   

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই কমিটি গঠন নিয়েও কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত দেখা গিয়েছিল। তবে এবার হাওড়া কালকা মেলের (Howrah Kalka Mail) নতুন নাম করণ করল রেল কর্তৃপক্ষ। কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ (Netaji Express) করাতেই আবারও রাজ্য সরকারকে খোঁচা দিলেন পশ্চিমবঙ্গে বিজেপির কো-ইনচার্জ অমিত মালব্য (amit malviya)।

সম্প্রতি রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় হাওড়ার কালকা মেলের নামকরণ করা হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম থেকে। সেইমত মঙ্গলবার রাতে রেল বোর্ডের তরফ থেকে জানানো হয়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে হাওড়ার কালকা মেলের নতুন নাম হল ‘নেতাজি এক্সপ্রেস’। ডেপুটি ডিরেক্টর জানান, ১২৩১১/১২৩১২ হাওড়া কালকা মেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সম্মতি পাওয়া গেছে।

কেন এই ট্রেনের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করা হল, সে সম্পর্কে জানা গিয়েছে- ১৮৬৬ সালে প্রথম এই ট্রেন চলতে শুরু করে, তখন নাম ছিল ইস্ট ইন্ডিয়া লেম। তারপর ১৯৪১ সালের ১৬ ই জানুয়ারি মধ্যরাতে এই ট্রেনে চড়েই নিরুদ্দেশ হয়েছিল নেতাজি।

এদিকে আবার কালকা মেলের নতুন নাম ‘নেতাজি এক্সপ্রেস’ হওয়ায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গে বিজেপির কো-ইনচার্জ অমিত মালব্য। তিনি বলেন, ‘মমতা ব্যানার্জিও তো ৩.৫ বছরের জন্য রেলমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি তো এটা করলেন না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর