মুম্বাইয়ের মলে বিধ্বংসী আগুনে চাঞ্চল্য, প্রায় ৩০০ জন ছিল মলের ভিতরে

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের (Mumbai) নাগপাড়ার (Nagpada) সিটি সেন্টার মলে (City Center Mall) বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ আচমকা ভয়ানক আগুন লেগে যাওয়ায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় মলে ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন। সময় থাকতেই তাঁদের উদ্ধার করে নেওয়া হয়। স্বস্তির খবর হল, আগুন লাগার এই ঘটনায় কারোর কোনও ক্ষতি হয়নি।

ফায়ার ব্রিগেডের আধিকারিকরা জানান, মলের সেকেন্ড ফ্লোরে একটি মোবাইল শপে শর্ট শার্কিটের কারণে আগুন লেগে যায়। মলের ভেন্টিলেশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে চারিদিকে ধুয়ো ছড়িয়ে পড়ে। এই কারণে দমকলের টিম বড়বড় কাঁচ ভেঙে ধুয়ো বের করে।

ঘটনাস্থলে উপস্থিত মানুষরা জানান, আগুন লাগার কথা জানাজানি হতেই সবেই নিজের মতো করে দমকল বিভাগ, পুলিশ এবং অন্যান্য বিভাগের কাছে খবর পৌঁছে দেয়। এরফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এই যাত্রায়।

ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় কংগ্রেস বিধায়ক আমিন পাটেল আর মুম্বাইয়ের মেয়র কিশোর পেডনেকর সেখানে পৌঁছান। বিধায়ক আমিন পাটেল বলেন, আগুন লাগার খবর জানাজানি হতেই তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া হয়েছিল, এই কারণে কারোর কোনও ক্ষতি হয়নি। প্রায় তিন ঘণ্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর