মমতা-শুভেন্দুকে হারানোর পণ হুমায়ুনের! নন্দীগ্রাম-ভবানীপুরেও দেবেন প্রার্থী, করলেন ঘোষণা

Published on:

Published on:

Humayun Kabir bet to defeat Mamata-Shubhendu!
Follow

বাংলাহান্ট ডেস্ক: মসজিদ নির্মাণ বিতর্কে দল থেকে সাসপেন্ড হলেও নিজের অবস্থান থেকে এক ইঞ্চি সরেননি ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর (Humayun Kabir)। কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্ধারিত দিনেই মুর্শিদাবাদে তিনি মসজিদের শিলান্যাস করেন এবং সেই অনুষ্ঠানে নজিরবিহীন জনসমাগম হয়। সেই আবহেই হুমায়ুন ঘোষণা করেন, তিনি নিজের দল গঠন করে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অন্তত ১৩৫টি আসনে লড়বেন। এবার আরও একধাপ এগিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পণ করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, শুধু তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবেন, আর তাঁর লক্ষ্য দু’দলকেই টক্কর দেওয়া।

মমতা-শুভেন্দুকে হারানোর পণ হুমায়ূনের (Humayun Kabir):

দল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই হুমায়ূন (Humayun Kabir) স্পষ্ট করে দিয়েছেন, তাঁর রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেসের বিপরীতে যেমন, তেমনই বিজেপির বিরুদ্ধেও সমান ভাবে চলবে। সেই ধারাবাহিকতায় এবার নতুন ঘোষণা— ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী নামাবেন তিনি। তাঁর দাবি, এই দুই আসনেই তিনি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এবং তাঁর দল এমনভাবে লড়াই দেবে যে সাধারণ মানুষ ২০২৬-এর ভোটে তা প্রত্যক্ষ করবেন। হুমায়ুনের জোর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে তাঁর দলই বাংলার রাজনীতির সবচেয়ে বড় ‘ফ্যাক্টর’ হয়ে উঠবে এবং তৃণমূল-বিজেপি— কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না; সরকার গড়তে হলে তাঁদের সমর্থন জরুরি হয়ে উঠবে।

আরও পড়ুন: পাকিস্তানের মতো বাংলাদেশেও উপস্থিত ভয়াবহ সঙ্কট! ঋণের ফাঁদে জর্জরিত ইউনূসের দেশ

এই প্রেক্ষাপটে হুমায়ূনের (Humayun Kabir) সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়েও জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, আসাউদ্দিন ওয়েইসির এআইএমআইএম দলের সঙ্গে তাঁর জোটের সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও এই বিষয়ে সরাসরি কিছু ঘোষণা হয়নি। এর মধ্যেই যখন তিনি মমতা ও শুভেন্দুর বিরুদ্ধে ‘যুদ্ধের’ ডাক দিচ্ছেন, তখন তাঁর মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহ নিয়েও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদে তিনি ১১টি দান বাক্স বসিয়েছিলেন, যা অল্প সময়েই ভরে যায়। অনলাইনেও আসছে বিপুল অঙ্কের অনুদান। দান বাক্সে ৫০০ টাকার নোট থেকে খুচরো পর্যন্ত পাওয়া গেছে। অনেকে সোনাও দিয়েছেন, যার বাজারমূল্য লাখ ছুঁয়েছে। এখনও কয়েকটি বাক্স খোলাই হয়নি, সেগুলির হিসেব চলছে।

এরই মাঝে আবার এসেছে নতুন বিতর্ক— প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন হুমায়ূন (Humayun Kabir)। তবে তাঁর কথায়, তাঁকে মেরে ফেললেও তিনি মুর্শিদাবাদে মসজিদ তৈরি করেই ছাড়বেন। নিজের নিরাপত্তার জন্য তিনি ইতিমধ্যেই আট নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করেছেন এবং হায়দরাবাদ থেকে পেশাদার বাউন্সারও এনেছেন। তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেক দিন ধরেই বাড়াচ্ছিল এই মসজিদ নির্মাণের ইস্যু। দল তাঁকে তিনবার শোকজ করেছিল। পরে তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম বলেন, হুমায়ূন বিজেপির হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু দল তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও তিনি পিছিয়ে যাননি, বরং আরও আক্রমণাত্মক রাজনৈতিক ভূমিকা নিয়েছেন।

Humayun Kabir bet to defeat Mamata-Shubhendu!

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েই হলেন CEO! তৈরি করেছেন নিজের ব্র্যান্ডও, নজির গড়লেন কেরালার এই মহিলা

মসজিদের শিলান্যাসের দিন হুমায়ূন (Humayun Kabir) বলেছিলেন, কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়। তাই এই মসজিদের একটিও ইট তিনি কাউকে খুলতে দেবেন না। এখন তাঁর পরপর রাজনৈতিক ঘোষণা এবং মসজিদ ইস্যু মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল থেকে বহিষ্কৃত হলেও বিজেপির বিরুদ্ধেও সমান কড়া সুর চড়াচ্ছেন তিনি। ২০২৬-এর নির্বাচনের আগে তাঁর দল, তাঁর অবস্থান এবং তাঁর আক্রমণাত্মক রাজনৈতিক ভঙ্গি নিঃসন্দেহে রাজনীতির পারদ আরও বাড়িয়ে দিয়েছে।