দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে দল! অভিযোগ তুলে সিপিএমে যোগদান কয়েকশ তৃণমূল কর্মী-সমর্থকের

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary Tet) সহ অন্যান্য একাধিক দুর্নীতি মামলায় অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। দুর্নীতির অভিযোগে ক্রমশ বিদ্ধ শাসক দলের নেতা মন্ত্রীরা। সম্প্রতি, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। এর মাঝেই এবার দুর্নীতির প্রভাব দেখা গেল দলের সংগঠনেও। গতকাল স্বাধীনতা দিবসে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম (Cpim) দলে যোগদান করলেন শতাধিক মানুষ।

গতকাল গোটা দেশ জুড়ে পালিত হয়ে ৭৬ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে লালকেল্লা থেকে বাংলার রেড রোড পর্যন্ত বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এর মাঝেই গতকাল ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন শতাধিক কর্মী। বর্তমানে বাংলার বুকে উঠে চলা একের পর এক দুর্নীতির কারণেই দলত্যাগ বলে দাবি সকলের।

উল্লেখ্য, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও একাধিক তৃণমূল নেতা মন্ত্রীরা তাদের নজরে রয়েছেন। এই অবস্থায় শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলি। দুর্নীতি মামলায় ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে তারা আর এর মাঝেই উত্তর চব্বিশ পরগনার হাবড়ার সোনাকানিয়া গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগদান করলেন অসংখ্য মানুষ। এ সংক্রান্ত একটি ভিডিও গতকাল শেয়ার করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম।

তৃণমূল ছেড়ে সিপিএম দলে যোগ দেওয়া এক কর্মীর কথায়, “দল করতাম। তবে বর্তমানে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে চলেছে, চোরদের দলে আর থাকা সম্ভব নয়। নিচ থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই চোর। দলে ভালো বলার মতো কেউ নেই।”

cpim logo

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে যখন শাসক দলের পক্ষ থেকে ভোটে জয়লাভ করার জন্য একের পর এক পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতির পাশাপাশি একাধিক কর্মীর দলত্যাগ তাদের যে অস্বস্তিতে ফেলবে, তা বলা বাহুল্য। এ অবস্থায় কর্মীদের আশ্বস্ত করার মাধ্যমে কিভাবে ঘুরে দাঁড়ায় শাসকদল, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর