চীন থেকে উঠে উত্তরপ্রদেশে আসতে চাই ১০০ টি আমেরিকান কোম্পানি, যোগী সরকার নিচ্ছে প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্ক :করোনা পরিস্থিতিতে মার্কিন সংস্থা ছাড়াও অন্যান্য দেশের সব সংস্থা গুলি ব্যাপক চটে গেছে। আর এর মধ্যেই মার্কিন সংস্থা গুলি যোগী আদিত্যনাথের সাথে কাজ করতে চেয়েছেন।এর আগেও অনেক বার যোগীর সাথে অনেক সংস্থা কাজ করতে চেয়েছে। সেই ক্ষেত্রেও যোগী তাদের সব কথা শুনে তাদের সাথে কাজ করার সহমত দিয়ে ছিলেন।

উত্তর-প্রদেশ সরকার মার্কিন-ভারত রাষ্ট্রীয় অংশীদারি ফোরামের সাথে যুক্ত উদ্যোক্তাদের সাথে গত মঙ্গলবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথাও বলেছেন । এই সুবিধা পাওয়ার জন্য ভারত সরকার জমিও দিতে চায়। মার্কিন সংস্থাগুলি চিকিত্সা সরঞ্জাম, ডিজিটাল পেমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আর এতে ভারতের সুবিধাও বাড়বে অনেক মানুষ চাকরী পাবেন।

এর মধ্যেই শতাধিক সংস্থা উত্তর প্রদেশে তাদের নতুন ইউনিট স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। সব ধরণের কর সুবিধা এবং অন্যান্য সুযোগসুবিধা সরবরাহ করতেও রাজি হয়েছে। ভারতের পর্যাপ্ত জমি, অনুকূল বাতাস এবং পরিবেশ এই কাজের জন্য সুবিধাজনক হবে। শতাধিক আমেরিকান সংস্থার প্রতিনিধিরা এই সংলাপে অংশ নিয়েছিলেন।দুটি শীর্ষস্থানীয় লজিস্টিক সংস্থার ইউপিএস এবং ফ্রেডিক্স জেভার বিমানবন্দরে লজিস্টিক সেন্টার তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী প্রকাশ করেছেন।আর এই বিষয়ে হেভিওয়েট অনেকেই সহমত দিয়েছেন।

অ্যাডোব সংস্থার প্রতিনিধি রোহান মিত্র উত্তর প্রদেশের অ্যাডোব প্লান্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি ইউপিতে মেডিকেল ইউনিট গড়ার কথাও হয়। এমনকি সব দোকানে ছোটো থেকে বড় দোকানে ডিজিটাল পেমেন্ট এর কোথাও বলা হয়।

সম্পর্কিত খবর