আমি ইন্দিরা গান্ধীর নাতনি, ঠাকুমার পরিচয় দিয়ে বিজেপিকে আক্রমন প্রিয়াঙ্কার

বাংলাহান্ট ডেস্কঃ আবারও ঠাকুমার পরিচয়কে সামনে এনেই বিজেপিকে আ’ক্রমণ করলেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। বিজেপিকে সতর্ক করে প্রিয়াঙ্কা বলেন, তিনি ইন্দিরা গান্ধীর নাতনি। তাঁকে হু’মকি দিয়ে লাভ নেই। সকলের সামনে সত্যটা তুলে আনবেনই তিনি।

 বৃহস্পতিবার জরুরি অবস্থা নিয়ে দিনভর কংগ্রেস ও গাঁধী পরিবারকে বিঁধে গিয়েছে বিজেপি। কিন্তু তা নিয়ে একটিও কথা বলেননি তারা। সম্প্রতি, উত্তরপ্রদেশের কানপুরে একটি স’রকারি হোমে বেশ কয়েক জন কি’শোরী গর্ভবতী বলে জানা যায়। সেই নিয়ে গত কয়েক দিন ধরেই যোগী আদিত্যনাথ স’রকারকে আ’ক্রমণ করে আসছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা। কিন্তু পুরো সত্য না জেনে, ওই স’রকারি হোম নিয়ে প্রিয়ঙ্কা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অ’ভিযোগ করেছে রাজ্য প্রশাসন।

তার জেরে গতকাল প্রিয়ঙ্কাকে নোটিশ ধরায় উত্তরপ্রদেশ চাইল্ড রাইটস প্যানেল। তিন দিনের মধ্যে তাঁর কাছ থেকে জবাবও চাওয়া হয়। সেই নিয়েই এ দিন টুইটারে ফুঁসে ওঠেন প্রিয়ঙ্কা। টুইটারে প্রিয়ঙ্কা লেখেন, ‘‘জনগণের সেবক হিসেবে উত্তরপ্রদেশের মানুষের কাছে দায়বদ্ধ আমি। সত্যটা সামনে আনা আমার কর্তব্য, স’রকারি তত্ত্বের প্রচার করা নয়।’’

এসময় উত্তরপ্রদেশ স’রকার তাঁকে হু’মকি দিয়ে চলেছে বলেও অ’ভিযোগ করেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ স’রকার বিভিন্ন দফতরের মাধ্যমে আমাকে হু’মকি দিয়ে খামোখা সময় ন’ষ্ট করছে। যা পারে করুক ওরা। সত্যিটা সামনে তুলে আনবই। আমি ইন্দিরা গাঁধীর নাতনি। বি’রোধী পক্ষের কিছু নেতার মতো বিজেপির অঘোষিত মুখপাত্র নই।’’

এদিকে, ঠাকুমার পরিচয়কে সামনে রাখায় ফের প্রিয়ঙ্কার উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। প্রিয়ঙ্কার মন্তব্যকে উদ্ধৃত করে দলের ছত্তীসগড় শাখার তরফে টুইটারে লেখা হয়, ‘‘এটাই তাহলে আপনার যোগ্যতা। স্বজনপোষণ!’’

Priyanka Gandhi pti

প্রসঙ্গত, শুধুমাত্র কানপুর স’রকারি হোম নিয়েই নয়, ক’রোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়েও লাগাতার উত্তরপ্রদেশ স’রকারের সমালোচনা করে আসছেন প্রিয়ঙ্কা গান্ধী।

সম্পর্কিত খবর