আমি কাউকে ভয় পাই না, রয়্যাল বেঙ্গল টাইগারের মত করেই বাঁচবঃ মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামের জনসভা থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। কড়া ভাষায় সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের সদস্যদের একেবারেই বিজেপিকে ভয় পেতে নিষেধ করে দিলেন তৃণমূল নেত্রী। এমনকি বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বলেও কটাক্ষ করলেন।

   

বহরমপুরের সভায় দাঁড়িয়ে সরাসরি দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দেগে বললেন, ‘সিরাজদৌল্লার সঙ্গে গদ্দারি করায় মীরজাফরকে এখনও ক্ষমা করেনি এই দেশের মানুষ। আসল কথা হল, ওঁরা অনেক দুর্নীতি করে এখন ভয়ে বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হতে যাচ্ছে। যার ইচ্ছা হবে যাক, দরজা খোলা রয়েছে। আমার তাতে কিছুই যায় আসে না। দুর্নীতিগ্রস্থদের দলে রেখে কোন লাভ নেই’।

মমতা ব্যানার্জি,mamata banerjee

বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘একদম ওদের টাকা নিয়ে ভোট দেবেন না। তবে বলব, টাকা দিলে, সেই টাকা দিয়ে মাংস ভাত খেয়ে নেবেন পেট ভরে। তারপর ভোটবাক্সে বিজেপিকে বিদায় জানাবেন। আপনাদের এই ভোটই কিন্তু সরকার ঠিক করবে’।

বিজেপিকে ভয় না করে বুক ফুলিয়ে বাঁচতে বলেন তৃণমূল সদস্যদের। মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি ভয় দেখালেও বুথ ওয়ার্কাররা কোন ভয় পাবেন না। আমার সারা শরীরে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও আমি কাউকে ভয় পাই না, চমকাই না। তৃণমূলকে টাকা দিয়ে কেনা যায় না। আমি টাকা নিয়ে দল বিক্রি করি না। বন্ধুকের সামনে দাঁড়িয়েও লড়ে যাই’।

তিনি আরও বলেন, ‘NPR, NRC, CAA যেমন করতে দেব না বলেছিলাম, তেমন করতেও দিইনি। যতদিন বেঁচে থাকব, মাথা নত করে নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের মত করেই বাঁচব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর