ম্যাচ হেরে কষ্টের সুরে ধোনি বলে উঠলেন, “শেষ কবে টানা তিন ম্যাচ হেরেছি মনে পড়ছে না”

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে চেন্নাই এর কাছে 165 রানের টার্গেট ছুড়ে দেয় হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা।

   

তবে শেষ পর্যন্ত ক্রিজে থাকলেও এইদিন দলকে জেতাতে ব্যর্থ হন মহেন্দ্র সিং ধোনি। আর এই হারের ফলে পরপর তিন ম্যাচে হেরে এবার আইপিএলে হারের হ্যাটট্রিক করে ফেলল চেন্নাই সুপার কিংস।

এইদিন ক্রিজে একদম শেষ পর্যন্ত টিকে ছিলেন ‘বেস্ট ফিনিশার’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি এইদিন ফিনিশ করতে পারলেন না। দেখে মনে হচ্ছিল সেই ফিনিশার ধোনি পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। একদিকে আমিরশাহির প্রবল গরম অপরদিকে বয়সের চাপ। এই দু’য়ের মাঝে পড়ে একেবারে জব্দ হয়ে গিয়েছিলে মহেন্দ্র সিং ধোনি। তাঁকে বারবার দেখা যাচ্ছিল জল খেতে এবং ব্যাট পাল্টাতে। বিভিন্ন ভাবে ওভারের মাঝে সময় বের করে নিজের শক্তি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ধোনি। কিন্তু তাতেও কোন কাজ হল না। ব্যর্থ হলেন ফিনিশার ধোনি, হারতে হল চেন্নাই সুপার কিংসকে।

ম্যাচ শেষে ধোনি নিজেই স্বীকার করে নিলেন যে বড় শট মারার চেষ্টা করেও পারছিলামনা। কিছুতেই ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হচ্ছিল না। সেই সাথে কিছুটা দুঃখের সুর ধোনি বলে উঠলেন, “শেষ কবে পরপর তিনটি ম্যাচ হেরেছি মনে পড়ছে না।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর