জীবনে কোনও অনৈতিক কাজ করিনি, যদি প্রমাণ হয় তাহলে নিজেকে মৃত্যুদণ্ড দেব” ঘোষণা ফিরহাদের

বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতা দিবসের দিনের লাল কেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানানোর পর দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। আর এই আক্রমণ যে তৃণমূলের (TMC) উদ্দেশ্যেই তা বুঝতে কারুর বাকি নেই। এরপরই এই মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ হাকিম। বেশ কিছু তাৎপর্যমূলক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফিরহাদ এদিন বলেন,’ ভুয়ো মামলা সাজিয়ে হেনস্থা করা হচ্ছে। মামলা করছে সিপিএম। আর তা লুফে নিচ্ছে বিজেপি।জীবনে কখনও আমি অনৈতিক কাজ করিনি। আর করবও না। যদি কখনও প্রমাণ হয়, আমি কোনওভাবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি-সিবিআই-কে নয়, আমি নিজেকেই মৃত্যুদণ্ড দেব। আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে।’ পতাকা উত্তোলনের পর এমনই দাবি করলেন ফিরহাদ হাকিম।

পরপর দুটি ধাক্কা একরকম দিশেহারা করে দিয়েছে রাজ্যের শাসক দলকে। এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অপরদিকে, গরুপাচার পাচার মামলায় বীরভূমের তৃণমূলের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও রয়েছেন সিবিআই হেফাজতে। একদিকে দল নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,’ অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক’, বলেছেন মুখমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় কারোর সমর্থন না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এর পর মুখ খুললেন ফিরহাদ হাকিম।

স্বাধীনতা দিবসের দিন সকালে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘সুযোগ অনেক আছে। মর্যাদাও অনেক আছে। আছে মুশকিলও। অনেক কিছুই আছে, তবুও চেষ্টা চলছে। অনেক কিছু নিয়েই বলার থাকে। তবে, এই সময়ে দাঁড়িয়ে, আজকে আমি দুটি বিষয় এখানে আজ বলব। একটি হল দুর্নীতি। অপরটি ‘ভাতিজাবাদ’, পরিবারবাদ।’ প্রধানমন্ত্রী এরপরেই বলেন, ভারতের মতো লোকতন্ত্রে, মানুষ দারিদ্রের সঙ্গে লড়াই করছে।একদিকে কিছু মানুষ আছেন, যাদের কাছে বাসস্থানটুকু নেই। আবার অন্য দিকে এমন লোক আছেন , যাদের চুরি করা দ্রব্য রাখার জায়গা নেই।’ এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ফিরহাদ হাকিম।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর