‘টেনশন তো অরূপ বিশ্বাসের, আমার কোন টেনশন নেই’- জয়ের ব্যাপারে আশাবাদী বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট খুলে গণনা শুরু করা হয়েছে। কোথাও এগিয়ে বিজেপি আবার কোথাও তৃণমূল। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে শুরু হয়েছে গণনার কাজ। নীলবাড়ি কাদের দখলে থাকবে, তা আর কয়েক ঘণ্টার মধ্যেই জানতে পারা যাবে।

সকাল থেকেই মোট ১০৮ টি গণনাকেন্দ্র ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। ২৪২ কোম্পানি বাহিনী রয়েছে নিরাপত্তার খাতিরে। ভোট গণনার সকালেই জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি বলেন, ‘আমার কোন টেনশন নেই। সব টেনশন তো অরূপ বিশ্বাসের। ১৫ বছর ধরে উনি কোন কাজই করেনি। আমি মানুষের পাশে থেকেছি’।

   

প্রসঙ্গত, প্রথমে পোস্টাল ব্যালটের ১০৩টি কেন্দ্রের পরিসংখ্যান সামনে এসেছে। ওই ১০৩টি কেন্দ্রের মধ্যে ৫২টিতে এগিয়ে তৃণমূল, ৫০টিতে এগিয়ে বিজেপি। সংযুক্ত মোর্চা ১টি আসনে এগিয়ে। পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী। এছাড়াও বীরভূমের দুবরাজপুর এবং সিউড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী। আরেকদিকে, খড়গপুর সদর, নলহাটি, আসানসোল উত্তর সহ ৫২ কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর