আমি ছোটবেলায় RSS এর শাখায় যেতাম, জানালেন বিখ্যাত মডেল মিলিন্দ সোমান

বাংলাহান্ট ডেস্কঃ RSS যোগ নিয়ে মুখ খুললেন মিলিন্দ সোমন (Milind Soman)। সম্প্রতি নিজের বই মেড ইন ইন্ডিয়া-র(Made in India) প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে নিজের যোগ নিয়ে খোলসা করেন সুপার মডেল।

   

মিলিন্দ জানান, অনেকেই নিজের ছেলেদের শিবাজি পার্কে( Shivaji Park) পাঠাত। বর্তমানে মিডিয়ার একাংশ যেভাবে আরএসএস শাথা সম্বন্ধে রিপোর্ট করে, তিনি সেখানে গিয়ে সেরকম কোনও অভিজ্ঞতার সম্মুখীন হননি বলে জানিয়েছেন মিলিন্দ। অভিনেতার কথায় যোগ শিক্ষা, ক্যাম্পিং, গান ও সংস্কৃত শ্লোক পাঠ হত আরএসএস শাখায়। কোনও ভাবেই সাম্প্রদায়িক কোনও শিক্ষা সেখানে দেওয়া হয়নি বলে সাফ জানিয়েছেন মিলিন্দ।

 

 

মুম্বইয়ের বিখ্যাত শিবাজি পার্কে নিজেও যেতেন তিনি। মূলত তাঁর বাবার অনুপ্রেরণাতেই আরএসএসের শাখায় মিলিন্দ যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন। মিলিন্দের বাবা আরএসএস কর্মী ছিলেন। তাঁর বিশ্বাস ছিল যে ছেলেকে শাখায় পাঠালে মানসিক ও শারীরিক ভাবে উন্নতি হবে মিলিন্দের। শৃঙ্খলাবদ্ধ ভাবে কীভাবে জীবন যাপন করা হয়, তার পাঠ নিতেই মিলিন্দকে শাখায় পাঠানো হয়।

মিলিন্দের বাবা আরএসএস সদস্য ছিলেন ও হিন্দু হিসাবে গর্বিত ছিলেন। মিলিন্দের কথায় হিন্দু হওয়ার কারণে গর্ববোধের হেতুটি তিনি বুঝতে পারেননি, তবে এই নিয়ে বিশেষ কোনও সমস্যাও ছিল না তাঁর।

ছোটরা যাতে ঠিক করে সব অ্যাক্টিভিটি করে, সেগুলি দেখার জন্য যারা ছিলেন, তাদের মধ্যে কোনও দোষ খুঁজে পাননি মিলিন্দ। তাঁর কথায়. ভালো উদ্দেশ্য নিয়ে ট্রেনাররা কাজ করতেন অসামরিক সৈন্য তৈরী করার জন্য।

 

সম্পর্কিত খবর