‘প্রধানমন্ত্রী হিসাবে মমতাকেই দেখতে চাই, কেউ আটকাতে পারবে না’, ভবিষ্যৎবাণী করলেন আশ্রমের প্রধান

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর থেকেই দিল্লী জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল বাহিনী। প্রধানমন্ত্রীর চেয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বসানোই এখন মূল লক্ষ্য। বর্তমানে তিনদিনের গঙ্গাসাগর (Gangasagar) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে এক ভবিষ্যৎবাণী করলেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত।

   

গঙ্গাসাগর সফরে গিয়ে মঙ্গলবার কপিলমুনির আশ্রমে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত বলেন, ‘মমতাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। প্রধানমন্ত্রী হিসাবে তাকেই দেখতে চাই আমরা’।

prime minister,প্রধানমন্ত্রী,বাংলা,বাংলা খবর,bangla news,west bengal,tmc,তৃণমূল,গঙ্গাসাগর,Gangasagar,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee

এই গঙ্গাসাগর সফরে গিয়ে প্রথমে কপিলমুনির আশ্রমে পুজো দেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘে গিয়ে পুজো দিয়ে, সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। আমফান, বুলবুল, যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রভাবিত হওয়া এলাকার বিষয়ে কিছু বক্তব্যও রাখেন তিনি। সেইসঙ্গে পুরনো ক্ষত সরিয়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী।

তবে এদিন কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কুম্ভ মেলার থেকে কোন অংশে কম পবিত্র নয় এই মেলা। কথায় বলে না- সব তীর্থ বারবার/ গঙ্গাসাগর একবার। এই  মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অনেকবার কেন্দ্রকে চিঠি লিখেছি, কিন্তু সাড়া পাইনি। দ্রুতই জাতীয় মেলা বলে ঘোষণা করা উচিত এই মেলাকে’।

তিনি আরও বলেন, ‘কেন্দ্রকে বহুবার মেলায় যাতায়াতের জন্য একটি ব্রিজ বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও কোন সাড়া পাইনি। তবে আমরা আমাদের কাজ করব এবং টাকাপয়সা হলে ব্রিজটা বানাবো’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর