‘গোবরে জন্ম আমার, করোনা ছুঁতেও পারবে না’- মন্ত্রীর ভাইরাল ভিডিও নিয়ে হাসাহাসি শুরু নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারির মধ্যেও নানারকম ভাইরাল ভিডিও (Viral video) দেখে গৃহবন্দি মানুষজন হাসির রসদ পেয়েছেন। কখনও বা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, তো আবার কখনও সেলেব তারকা। এমনকি সাধারণ মানুষ গৃহবন্দি অবস্থায় নানারকম কর্মকান্ডেরও ভিডিও তুলে ধরেছে স্যোশাল মিডিয়ায়।

   

এই ধরনের নানারকম ভিডিও বহুবার স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠে এসেছে। কখনও তা হয়েছে প্রশংসনীয়, কখনও তা আবার বিরোধীদের কাছে হাস্যকর।

মধ্য প্রদেশের মন্ত্রীর বিবৃতি
বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় চলমান বহু ভাইরাল ভিডিও-র মধ্যে মধ্য প্রদেশের মন্ত্রী ইমারতি দেবীর (Imarti Devi) একটি বিবৃতি জড়িত ভিডিও বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে বিরোধীদের মধ্যে।

ভাইরাল ভিডিওর বিষয়
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৩ রা সেপ্টেম্বর যখন মধ্য প্রদেশের মন্ত্রী ইমারতি দেবী রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে সাক্ষাত করে ফিরছিলেন, তখন তাঁকে বেশ কয়েকজন সাংবাদিক ঘিরে ধরেন। তাঁর করোনা সংক্রমণের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

https://twitter.com/RudraRaviSharma/status/1302181245917392896

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ইমারতি কাদামাটিতে জন্মেছেন গোবরের মধ্যে জন্মেছে। করোনা আমার কিছুই করতে পারবে না। আমার করোনা হয়েছে এমন ধারণা শুধু আপনার হয়েছে। এই মাস্কটাও জোর করে পড়েছি’।

মধ্য প্রদেশের মন্ত্রীর এই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ হতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে বিরোধী এবং নেটিজনদের মধ্যেও হাসির রসদ জুগিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর