‘মরে যাব, তবুও BJP-র সঙ্গে যাব না”, রাজনৈতিক শোরগোলের মাঝে বয়ান নীতিশের

বাংলা হান্ট ডেস্ক : গত বছরেই বিজেপির সঙ্গ গাঁটছড়া খুলে আরজেডিকে (RJD) সঙ্গে নিয়েই বিহারে নতুন সরকার গঠন করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। তবে বিজেপির (BJP) সঙ্গ ছাড়লেও বিতর্ক থেকে মুক্তি পাননি তিনি। আবারও বিজেপির সঙ্গে জোট করবেন এই অভিযোগ বারে বারেই করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিন্ত সেই কথাকে একেবারেই আমল দেননি মুখ্যমন্ত্রী। আবারও বিজেপির সঙ্গে জোট গড়ার প্রশ্ন নিয়ে চর্চার মধ্যেই পাল্টা জবাব দিলেন নীতিশ কুমার।

নীতিশ কুমার সোমবার ঘোষণা করেন তিনি বেঁচে থাকা পর্যন্ত বিজেপির সঙ্গে যোগ দেবেন না। বিহারের মুখ্যমন্ত্রী পরিস্কার জানান, ‘মৃত্যুর আগে পর্যন্ত আমি বিজেপির সঙ্গে যাব না। আমি মৃত্যু মেনে নেব কিন্তু বিজেপির সঙ্গে আর না।’ নীতিশ আরও বলেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে চাননি, কিন্তু বিজেপি তাকে জোর করে মুখ্যমন্ত্রী করেছে। আসন পক্ষে ছিলাম।’

আসন নিয়ে প্রশ্ন ওঠার কারণে নীতিশ বলেন, ‘নির্বাচন হোক, সবাই জানবে কে কত আসন পাবে।’ বিজেপির প্রাক্তনদের সঙ্গে বর্তমান নেতৃত্বের তুলনা টেনে অটল বিহারী বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আদবানির যুগের স্মৃতিচারণ করেছেন নীতিশ। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা অটল বিহারী বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আডবাণীকে সম্মান করতাম এবং তাই সবসময় তাঁদের পক্ষে ছিলাম।’

নীতিশ কুমারের সঙ্গে আর জোট তৈরি করতে চায় না বলে আগেই জানায় বিজেপি। বিহার ইউনিটের বিজেপি প্রধান সঞ্জয় জয়সওয়াল বলেছিলেন “অজনপ্রিয়” মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে জোটে কোনও প্রশ্নই ওঠে না।জয়সওয়াল আরও বলেন, ‘নীতিশ কুমার ব্যাপকভাবে জনপ্রিয়তা হারিয়েছেন। জনপ্রিয়তা হারানোর কারণে জেডি(ইউ) ২০২০ সালের বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসন হারায়।’ রাজ্য বিজেপি প্রধানের দাবি করেন, বিজেপি রাজ্য নির্বাচনে খুব ভাল পারফর্ম করেছে। তবে রাজনৈতিক মহল বলছে রাজনীতিতে কখন কি হয় তা বলা অত্যন্ত কঠিন বিষয়। আগামীতে কি হবে তা কেবল সময়ই বলতে পারে পারে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর