মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজনীতি ছেড়ে দেওয়ার কথা! অবাক ঘোষণা একনাথ শিন্ডের

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদল হয়েছে। কংগ্রেস (Congress)-শিবসেনা (Shivsena)-এনসিপির (NCP) মহা বিকাশ আগাড়ি (MVA Government) জোট সরকারের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে (Eknath Shinde)। শুক্রবার সেই শিন্ডেই ঘোষণা করেলেন তার সঙ্গে থাকা বিধায়কদের মধ্যে একজনও যদি পরবর্তী বিধানসভা নির্বাচনে হেরে যান তাহলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন।

বিধায়ক আব্দুল সাত্তারের আয়োজন করা একটি মিছিলে বক্তৃতা দেওয়ার সময় শিন্ডে মন্তব্য করেন, ‘আমি আত্মবিশ্বাসী যে এই ৫০ জন বিধায়কই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন। যদি তাদের মধ্যে কেউ একজনও হেরে যায়, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব।’

তিনি আরও জানিয়েছেন যে রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনে, তাঁর দল শিবসেনা এবং জোট সঙ্গী ভারতীয় জনতা পার্টি যৌথভাবে কমপক্ষে ২০০ টি আসন পাবেই। আর তা না হলে তিনি রাজনীতি করাই ছেড়ে দেবেন। শিবসেনার ভিতরে সাম্প্রতিক বিদ্রোহের কথা বলতে গিয়ে শিন্ডে স্বীকার করেন যে তিনি এই ঘটনার পরিণতি নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন।

প্রথমে ৩০ জন এবং পরে ৫০ জন বিদ্রোহী বিধায়ক শিন্ডেকে সমর্থন করলেও তাঁদের রাজনৈতিক জীবন নিয়ে মারাত্মক উৎকণ্ঠায় ছিলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি জানান তাঁর সমর্থক বিধায়কদের রাজনৈতিক জীবনের উপর বাজি ধরে ছিলেন তিনি। আর সেই বাজি তিনি জিতেও গেছেন।

২০ জুন বিদ্রোহ ঘোষণার পর বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট, তারপর আসাম এবং সবশেষে গোয়া যান। ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মহারাষ্ট্রে ফিরে আসেন।

তিনি বলেন বিদ্রোহী বিধায়করা বালাসাহেব ঠাকরে এবং আনন্দ দীঘের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এরা সবসময়ি কংগ্রেসকে এবং এনসিপিকে রাজনৈতিক শত্রু বলেই মনে করেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর