দেশের প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে একদিন দেখতে পাব, সাক্ষাত্কারে বলেছিলেন দীপিকা

বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতি সেভাবে বোঝেন না তিনি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে দেখতে চান। এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকন । সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দীপিকা ।

deepika rahul

রাজনীতি না বুঝলেও অভিনয়ের পাশাপাশি তাঁকে রাজনীতির ময়দনেও  চোখে পড়ছে মানুষের । JNU- কাণ্ডে ঐশি ঘোষ, কানাইয়া কুমারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ছপকের নায়িকাকে । মঙ্গলবার ছপকের প্রমোশান সেরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ছাত্র সংসদ ঐশি ঘোষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী ।  আর তার জন্য অনেকে দীপিকা অভিনীত ছবি ছপক বয়কটের ডাকও দেয় । সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে অভিনেত্রী JNU হামলা প্রসঙ্গে বলেন, ‘আমার গর্ব হচ্ছে যে আমরা ভয় পাই না। আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি, দেশের জন্য কথা বলছি।’

রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে এখনও দেখা যায়নি নায়িকাকে । কিন্তু তাঁর বেশ কিছু পদক্ষেপ এবং মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে । এর মাঝে  সংবাদ চ্যানেলে দেওয়া একটি পুরানো সাক্ষাতকারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে । যেখানে দীপিকা স্পষ্টভাবে বলেছেন, ‘আমি রাজনীতি বুঝি না । যেটুকু টিভিতে দেখেছি, তাতে আমার মনে হয়েছে, রাহুল গান্ধী যা করছেন, তা যুব সমাজের কাছে একটি উদাহরণ । আশা করি করি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে একদিন দেখতে পাব।’

দীপিকা আরও বলেছেন, রাহুল গান্ধী দেশের যুব সমাজের সঙ্গে ভালোভাবে সংযুক্ত রয়েছেন । একদিকে তাঁর চিন্তাভাবনা যেমন দেশের ঐতিহ্যের সঙ্গে যুক্ত তেমনি, ভবিষতের কথাও তিনি ভেবে প্রতিটি কাজ করেন । তাই দেশের জন্য  রাহুল গান্ধী খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ।

সম্পর্কিত খবর