বছরের শেষটা খুব একটা ভালো কাটলো না কোহলির, কোহলিকে টপকে শীর্ষে উইলিয়ামসন, উন্নতি রাহানের

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষ দিনে প্রকাশিত হল আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকা। তবে এই তালিকা দেখে মন খারাপ হবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কারন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টপকে 890 পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, কোহলির পয়েন্ট 879। 877 পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

তবে কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে দুর্দান্ত ভাবে বক্সিং ডে টেস্ট জেতানো অজিঙ্কা রাহানে একেবারে 6 ধাপ উঠে পাঁচ নম্বরে স্থান পেয়েছেন। এছাড়াও দশ নম্বরে স্থান পেয়েছেন চেতেশ্বর পূজারা। আর কোনো ভারতীয় ব্যাটসম্যান প্রথম দশে সুযোগ পায় নি।

https://twitter.com/ICC/status/1344599937976299522?s=20

ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে সুযোগ পেয়েছেন যাসস্প্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়াতে দুর্দান্ত বোলিং করার সুবাদে সপ্তম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং নবম স্থানে রয়েছেন যাসস্প্রীত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর