‘টাকা আর শোওয়া’ ছাড়া কাজ পাওয়া যায় না! বিস্ফোরক ‘ইচ্ছে পুতুল’-এর জিষ্ণু অভিনেতা শমীক চক্রবর্তী

বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত মুখ হলেন শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)। যদিও ছোট পর্দার দর্শকরা তাঁকে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের জিষ্ণু (Jishnu) নামেই বেশি চেনেন। এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছিলেন শমীক (Shamik Chakraborty)। এই সিরিয়াল  চলাকালীনই অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার  জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’তে।

ইন্ডাস্ট্রির ‘ডার্ক সিক্রেট’ নিয়ে ‘জিষ্ণু’ অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)

সম্প্রতি এই অভিনেতাই  মুখ খুলেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির ‘ডার্ক সিক্রেট’ নিয়ে। আসলে দীর্ঘদিনের অভিনয় জীবনে ভালো-মন্দ বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন অভিনেতা। এদিন নিজের সঞ্চিত অভিজ্ঞতা থেকেই এদিন ইন্ডাস্ট্রি প্রসঙ্গে একাধিক বিস্ফোরক তথ্য শেয়ার করেছিলেন অভিনেতা।

   

এদিন কার্যত বোমা ফাটিয়েই পর্দার জিষ্ণু অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছে তাদের অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয় অনেক সময়। ছেলেদের ক্ষেত্রে অর্থ এবং মেয়েদের ক্ষেত্রে ‘শোওয়া’ এই দু’টো জিনিসের চল সত্যিই ইন্ডাস্ট্রিতে রয়েছে। কিন্তু যাদের সত্যি অভিনয় করার প্রতিভা এবং ইচ্ছে রয়েছে তারা নিজেদের এই ধরণের চক্র থেকে বাঁচাতে পারেন।

আরও পড়ুন: পজেসিভ উত্তম কুমার ভেঙে দিয়েছিলেন সম্বন্ধ! এই কারণে আর বিয়েই করেননি সাবিত্রী চট্টোপাধ্যায়

সেই সাথে অভিনেতার আরও সংযোজন, ‘ইন্ডাস্ট্রিতে গডফাদার কিংবা প্রযোজক শিল্পীদের এমন কাজের জন্য জোর করেন না। তাঁরা শুধু প্রস্তাব দেন। এরকম অনেক মানুষ দেখেছি যারা এই ধরণের প্রস্তাব লুফে নিয়ে আজ বাড়ি-গাড়ি সব করে ফেলেছেন।’ এরপরেই অতীতে নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা শেয়ার করেই পর্দার জিষ্ণু এদিন জানিয়েছেন, তাঁর কাছেও নাকি একবার একটি বিখ্যাত সংস্থার মুখ হওয়ার বিনিময়ে এমন অফার এসেছিল।

তবে নিজের প্রতিভার উপর আস্থা রেখে সেসময় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। এছাড়াও এদিন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়েও সুর চড়ান অচিনেতা। তিনি জানান এখনকার দিনে শিল্পীদের অভিনয় দক্ষতার তুলনায় জনপ্রিয়তা বেশি গুরুত্ব পায়। এই কারণেই এখন আর্টিস্ট নির্বাচন করা হয় সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের দেখে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর