ইচ্ছে পুতুলের ময়ূরী অতীত! নতুন সিরিয়ালে ‘মেঘ’ তিতিক্ষার সাথে থাকছেন এই সুন্দরী নায়িকা

বাংলা হান্ট ডেস্ক : জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)-এর নায়িকা মেঘ ফিরছেন নতুন রূপে। এই খবর ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে। বাংলা সিরিয়ালের দর্শকদের অত্যন্ত পছন্দের একটি মেগা সিরিয়াল ছিল জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ইচ্ছে পুতুলের (Icche Putul) ময়ূরী অতীত! ‘মেঘ’ তিতিক্ষার বোন হচ্ছেন এই সুন্দরী

মেঘ-ময়ূরী (Megh-Mayuri) দুই বোনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছিল জি বাংলার এই মেগা (Icche Putul)। পর্দায় মেঘ-ময়ূরী সম্পর্কে দুই বোন হলেও ময়ূরী মেঘকে ছোট থেকেই সহ্য করতে পারতো না একেবারেই। এই সিরিয়ালে খলনায়িকা ময়ূরীর ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র। পর্দায় মেঘ তাঁর শত্রু হলেও অফস্ক্রিন এই দুই অভিনেত্রীর মধ্যে আজও রয়েছে দারুন বন্ডিং।

   

জি বাংলায় ইচ্ছে পুতুল শেষ হওয়ার পর কয়েক মাসের বিরতি কাটিয়ে  তিতিক্ষা  এবার ফিরছেন স্টার জলসায়। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের ক্রেজি আইডিয়াস-এর আসন্ন মেগা সিরিয়ালের হাত ধরে আবারও কামব্যাক করছেন দর্শকদের প্রিয় মেঘ। আর মজার বিষয় হল, ইচ্ছে পুতুলের পর তিতিক্ষার আসন্ন ধারাবাহিকেও থাকছে দুই বোনের গল্প।

আরও পড়ুন : TRP তলানিতে! আসছে নতুন সিরিয়াল, রাইয়ের মৃত্যু দিয়েই শেষ মিঠিঝোড়া? মাথায় হাত দর্শকদের

তবে এবার ময়ূরী অতীত। আসন্ন সিরিয়ালে তিতিক্ষার বোন হয়ে আসছেন টেলিপাড়ার অপর এক  সুন্দরী নায়িকা। জি বাংলা কিংবা স্টার জলসার দর্শকদের কাছে তিনি একেবারে নতুন মুখ হলেও ইতিপূর্বে তিনি অভিনয় করে ফেলেছেন কালার্স বাংলার ‘রামকৃষ্ণ’ ধারাবাহিকে। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে, ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ সিরিয়ালে।

জানা যাচ্ছে তিতিক্ষার আসন্ন মেগা সিরিয়ালের  এই দ্বিতীয় নায়িকা হলেন নন্দিনী দত্ত (Nandini Dutta)। কালার্স বাংলার এই নায়িকা, এই প্রথম সুযোগ পেতে চলেছেন স্টার জলসার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে।

Icche Putul

তবে এখন দেখার ইচ্ছে পুতুল সিরিয়ালের দুই বোন মেঘ-ময়ূরী জুটির ব্যাপক জনপ্রিয়তার পর আসন্ন এই মেগায় তিতিক্ষা আর নন্দিনীর দুই বোনের চরিত্র দর্শকদের মন জয় করতে পারে কিনা! তবে এখানে বলে রাখি নন্দিনীকে দেখে অনেকেই তাঁর সাথে তিতিক্ষার মুখের মিল খুঁজে পান। অনেকসময় আবার উল্টোটাও হয়। কেউ কেউ তাঁদের বোন ভেবেও ভুল করেন। আর এবার পর্দায় তাঁরাই দুই বোনের চরিত্রে অভিনয় করবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর