সেমিফাইনালে নামার আগে বিরাট কোহলিদের বড় সুখবর জানালো ICC! চাপে কিউয়িরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) লিগ পর্যায়ে অসাধারণ পারফরম্যান্স করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। টানা নয়টি ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাসও এইমুহূর্তে তুঙ্গে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে দাপট দেখিয়ে জয় পেয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল, তা রীতিমতো চমক লাগানোর মতো ব্যাপার। দলের তারকা ক্রিকেটার অর্থাৎ বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরাদের (Jasprit Bumrah) মতো তারকারাও অসাধারণ ছন্দে রয়েছেন।

এবার লিগ পর্যায়ের অপরাজিত দৌড়ের পর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (India vs New Zealand)। ২০১৯ সালে কেন উইলিয়ামসনদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার দেশের মাটিতে সেই দুঃখ ভুলিয়ে দেওয়ার দুর্দান্ত উপায় রয়েছে রোহিত শর্মার ভারতের সামনে।

   

২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল দেখার পর থেকে অনেক ক্রিকেট ভক্তদের মনেই একটা প্রশ্ন ওঠছে। প্রশ্নটা হল যে ম্যাচ যদি ড্র হয়, অর্থাৎ নির্ধারিত ৫০ ওভারে দুই দলই যদি সমান সংখ্যক রান স্কোরবোর্ডে তোলে, তাহলে এবারও কি সেই বিতর্কিত রাউন্ডারী কাউন্ট নিয়মের মধ্যে দিয়ে ম্যাচে জয় পরাজয় নির্ধারণ করা হবে! তবে এবারের সেমিফাইনালের ক্ষেত্রে এই বিষয়ের নিয়মটা অন্যরকম।

rohit kane

আরও পড়ুন: নিঃস্বার্থ ব্যাটিং করে ফের হাফসেঞ্চুরি হাতছাড়া রোহিতের! তবে ধোনিকে টপকে গেলেন হিটম্যান

আইসিসির নতুন নিয়ম অনুসারে দুটি দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচে স্কোর সমান হয়ে যাওয়ার মতো ব্যাপার হলে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যে দল এগিয়ে থাকবে, তারা সরাসরি ফাইনালে প্রবেশ করতে পারবে। ভারত বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তাই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে রোহিত শর্মারা কিউয়িদের সমান স্কোর তুলতে পারলে ফাইনালে পৌঁছে যাবে।

আরও পড়ুন: আজ একটাই ব্যাপার নিশ্চিত করতে হবে রোহিতকে! তাহলেই বিশ্বরেকর্ড গড়বেন কোহলি

ভারতীয় দল শুধুমাত্র পারফরম্যান্সের দিক দিয়েই নয় মানসিকভাবেও অনেক ভালো জায়গায় রয়েছে। রোহিত শর্মা ম্যাচের আগের দিন জানিয়ে গেলেন যে গোটা দলের বেশিরভাগ ক্রিকেটারের আগে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নেই। তাই তারা বিষয় নিয়েও কথা বলেন না। বরং নিজেদের পারফরম্যান্সে কি করে উন্নতি ঘটানো যায় সেই বিষয় নিয়েই আলোচনায় মগ্ন থাকেন। ব্যাপারটিকে ইতিবাচক বিষয় হিসেবেই দেখছেন অধিনায়ক রোহিত?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর