“রোনাল্ডো আসলে আমি বেরিয়ে যাবো”, পিএসজি ম্যানেজমেন্টকে হুমকি মেসির!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কারণ না জানলেও একটা ব্যাপার সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। সকলেই নিশ্চিত যে ম্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) থাকতে চান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিজের প্রিয় কম্পিটিশন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারাটাই যার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার মার্কেটে ভালো ফুটবলার সই করানোর অক্ষমতাকেও একটা কারণ হিসেবে মনে করা হচ্ছে। মরশুমে রোনাল্ডো নিজের স্বাভাবিক পারফরম্যান্স অব্যাহত রাখলেও বাকি ফুটবলাররা আচমকাই ছন্দ হারিয়ে ছিলেন। ফলে প্রিমিয়ার লিগ (EPL) টেবিলের ৬ নম্বর দল হিসেবে শেষ করে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের।

   

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোল রোনাল্ডোর। সবচেয়ে বেশি গোলের সহায়তার রেকর্ডও তার নামই রয়েছে। এছাড়া ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি ম্যাচ সবচেয়ে বেশি হ্যাটট্রিক, সবচেয়ে বেশি ফ্রি কিক, সবচেয়ে বেশি পেনাল্টি এবং সবচেয়ে বেশি হেডার গোলের রেকর্ডও পর্তুগিজ মহাতারকার নামে। এমন রেকর্ড যার সেই প্লেয়ার এত সহজে চ্যাম্পিয়ন্স লিগের আশা ছাড়বেন না এমনটাই স্বাভাবিক। তু তার পরবর্তী ঠিকানা আর যাই হোক না কেন, পিএসজি কখনোই হবে না।

কিন্তু কেন? পিএসজির পয়সার অভাব নেই। ৩৮ বছর বয়সী রোনাল্ডোকে কেনা তাদের পক্ষে এমন কোন বড় ব্যাপার না। রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের সম্রাট আর নিজেদের সর্বকালের সেরা ক্লাবগুলির তালিকায় তুলতে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগে জেতার চেষ্টাতেই মরিয়া পিএসজি। কিন্তু সেই পরিকল্পনায় বাধ সাধবে বিশাল অংকের মাইনে। ইতিমধ্যে কিলিয়ান এমবাপে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়ার কে বিশাল অংকের মাইনে দিয়ে থাকে ক্লাবটি। এছাড়াও রয়েছেন সার্জিও রামোসের মতো ডিফেন্ডার, ডোন্নারুমার মতো তারকা গোলরক্ষক। এরপর রোনাল্ডোকে দলে শামিল করলেও তাকে মাইনে দিতে গিয়ে ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুল বজায় রাখা সম্ভব হবে না প্যারিসের ক্লাবটির পক্ষে।

আরো একটি বিষয় রোনাল্ডোর পিএসসি যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেটি হল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গত মৌসুমে বার্সেলোনার ছেড়ে পিএসসিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। গত মরশুমে মূলত প্লেমেকার হিসেবে খেললেও তিনি বার্সেলোনার সেইরকম গোল স্কোর ইংল্যান্ড ছিলেন সেই ফর্ম এর ধারে-কাছে দেখা যায়নি তাকে। এই মরশুমে নিজেকে পিএসসির জার্সি গায়ে প্রমাণ করতে চান মেসি। কিন্তু রোনাল্ডো এলে তার সঙ্গে ইগোর সংঘাত বাঁধতে পারে আর্জেন্টাইন মহাতারকা। তাই মেসি নাকি ক্লাব মালিক ন্যাচেরাল খলিফার কাছে স্পষ্ট হুমকি দিয়ে রেখেছেন যদি রোনাল্ডো ক্লাবে যোগ দেয় তাহলে তিনি ক্লাব ছাড়বেন, এমনটাই প্রকাশ্যে আসছে। যদিও এই খবরের ১০০% সত্যতা যাচাই করা কারো পক্ষে সম্ভব না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর