করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দফতরের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরাজয় নিশ্চিত : রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মোকাবিলায় আবার মোদি সরকারকে (modi government)   বিঁধলেন রাহুল গান্ধী (rahul gandhi)। আগামী সময়ে দেশে নেমে আসা ভয়ংকর অর্থসংকট সম্মন্ধে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে অন্যান্য দপ্তরের সমন্বয়ের অভাবকেও কটাক্ষ করেন তিনি।

একটানা লকডাউনে ক্রমাগত ক্ষতির মুখে অর্থনীতি। পরিস্থিতি এমনই যে দেশের একটা বড় অংশের মানুষ অচিরেই বেকার হয়ে পড়বেন। এই নিয়ে বারবার অর্থনীতির বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন রাহুল। সাংবাদিক সম্মেলনে ফের একবার মোদি সরকারের দিকে প্রশ্ন তুলে দিলেন সোনিয়া পুত্র।

   

তিনি বলেন, ১৭ মে এর পর লকডাউন উঠলে সরকারের পরবর্তী পদক্ষেপ এখনই স্পষ্ট করে দেওয়া দরকার। ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দফতরের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরাজয় নিশ্চিত। বাকিদেরও ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন।’’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উচিত অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক জন সহযোদ্ধা হিসাবে করোনা মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা। লকডাউনের জেরে যাদের আর্থিক ভাবে ক্ষতি স্বীকার করতে হয়েছে, সেই সাধারন মানুষের পাশে দাঁড়ানো উচিত সরকারের। জনগনের ভিতরে থাকা করোনা আতঙ্কও নির্মূল করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে অর্থনৈতিক ভাবে সাহায্য করারও পরামর্শ দেন রাহুল।

সম্পর্কিত খবর