বেশি বাড়াবাড়ি করলে অভিষেকের সঙ্গে ওঁর কথোপকথন ফাঁস করে দেব! হিরণকে হুমকি তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্কঃ দল বদলের জল্পনার দরুন বিগত কিছুদিন ধরে শিরোনামে উঠে আসছে তারকা বিজেপি বিধায়ক (BJP MLA) হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন হিরণ! তৃণমূল নেতা অজিত মাইতির (Ajit Maity) সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। অন্যদিকে সেই ছবি সত্য নয় বলে দাবি করেছেন হিরণ। এই নিয়েও জলঘোলা কম হয়নি। এবার হিরণের মন্তব্যের পাল্টা সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটার অজিত মাইতি।

প্রসঙ্গত, সম্প্রতি খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সাথে তৃণমূল নেতা অজিত মাইতির ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। চারিদিকে যখন হিরণের শাসকদলে যোগদানের খবর ছড়িয়েছে, ঠিক সেই সময়ে সোমবার দাসপুরে এক কর্মসূচিতে গিয়ে হিরণ সাফ জানান সেই ছবির কোনো সত্যতা নেই। এদিন কর্মসূচি শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিঁনি বলেন, ‘ভোটে জেতার পর তাঁকে জানিয়ে দেওয়া হয় হিরণ কোনও ছবি করলে সেই ছবি রিলিজ করতে দেওয়া হবে না। প্রোডিউসারদের শিরদাঁড়া কি আদৌ সোজা রয়েছে?

শুধু তাই নয়, পাশাপাশি হিরণ বলেন, ” ওরা আমার ফটো নিয়ে রাজনীতি করছে। এরপর ভিডিও নিয়ে আসবে। আরও অনেক কিছুই নিয়ে আসবে। ” এর আগেও হিরণ শাসকদলের ওপর আঙ্গুল তুলে বলেন, “ধরে নিন কোনও গোপন মিটিং করতে গিয়েছেন। তাহলে কি আপনি কাউকে বলবেন আপনি ছবিটা তুলে রাখুন? এটা ডিজিটাল যুব, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সর যুগ। যে কোনও জিনিস যে কোনও ভাবেই করা যায়। কাল হয়তো দেখবেন আমরা হতে অন্য কোনও দলরে পতাকা রয়েছে। কিন্তু যতবারই দল ছাড়ার জল্পনা উঠেছে, যতবারই বলা হয়েছে আমি খড়গপুরের চেয়ারম্যান হয় গিয়েছি, আমার দলেরও লোক আমার বিরুদ্ধে সরবও হয়েছেন ততবারই আমি ট্যুইট করে তা খন্ডন করছি।”

হিরণের সংযোজন, “২০২১ সালে বিধানসভা নির্বাচন হয়েছে। ওই বছর জানুয়ারি পর্যন্ত সবার সঙ্গে আমার সম্পর্ক ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমি ২০১৪ সাল থেকে গোটা রাজ্য ঘুরেছি। একই গাড়িতে গিয়েছে, একই হোটেলে থেকেছি। তখন তো অজিত মাইতি কে তা আমি জানতাম না। বিধায়ক হওয়ার পর অজিত মাইতির নাম শুনলাম। তাই ওইসব ছবির কোনও অর্থ হয় না। দল ছাড়াও প্রশ্ন নেই।”

tmc bjp

হিরণের এই মন্তব্যের পর এদিন ফের মুখ খুললেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটার অজিত মাইতি। তাঁর মন্তব্য, “হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়। ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। কারও যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে কি প্রোডিউসার নিয়ে নেবে? উনি এমন কোনও নায়ক হয়ে যায়নি যে মানুষ ওকে নিয়ে মাতামাতি করবে। হিরণ ভদ্রতার সীমা পার করেছে। ছবি দিয়েছি। এখন উনি যদি বাড়াবাড়ি করেন তাহলে অভিষেকের অফিসে উনি যা যা বলেছেন সব কথোপকথন প্রকাশ্যে নিয়ে আসব। এক ঘণ্টা কুড়ি মিনিট কথা হয়েছে। তার পরেও যদি এও বলে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে তাহলে উনি আদালতে তা চ্যালেঞ্জ করবেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর