মোদী সরকারের নতুন বিল, বাবা মাকে না দেখলে হতে পারে জেল

বাংলা হান্ট ডেস্ক :  বাবা-মা ছোট থেকে কোলে পিঠে করে অত্যন্ত কষ্ট করে আমাদের বড় করে তোলেন। ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করে তুলতে নিজের জীবনের সর্বস্বটাই বিসর্জন দেয় বাবা মা। তবুও বৃদ্ধ বয়সে সেই বাবা মাই হয়ে যান বোঝা। ছেলে মেয়ে যখন চাকরি পান ঠিক তখনই বাবা মাকে বাড়ির কাজের লোক বলেও মনে করতে দ্বিধা বোধ করেননা। অনেকসময় আবার তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠানো হয়।

বাড়ি থাকার সত্ত্বেও বৃদ্ধা বাবামায়ের দেখভালে দায়িত্ব না নিয়ে তাঁদের পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু এবার সেই সমস্ত কুসন্তানদের জন্য নয়া নিয়ম চালু করছে কেন্দ্র। এবার বাবা-মায়েদের দেখাশুনা না করলে সন্তানদের হতে পারে জেল। এমনটাই বিল পাশ করল মোদী সরকার। রাজ্যসভা ও লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর এবার লোকসভায় পাশ হল ‘দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট ২০১৯’।

শুধু দেখাশুনা করাই নয় বাবা মায়ের ওপর অত্যাচার করলে জেলাবাস অবধি হতে পারে। তারসঙ্গে তো জরিমানা রয়েছে। ওই বিলে মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, সত্ বাবা-মা। অন্য দিকে সন্তান হিসাবে ছেলে মেয়ে, পালিত ছেলে-মেয়ে, নাতি-নাতনি, বৌমা, জামাইয়ের দেখাশুনা করার বিষয়ে বলা হয়েছে। একইসঙ্গে বৃদ্ধ বৃদ্ধাদের মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ওই বিলে।

সম্পর্কিত খবর