ধর্ষণ প্রতিরোধ না করতে পারলে উপভোগ করুন, বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরলের কংগ্রেস সাংসদের স্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ভারতের মতো দেশে প্রতিদিনই সংবাদমাধ্যমের পাতায় ধর্ষণের মতো জঘন্য অপরাধের খবর উঠে আসে৷ কখনও কর্মক্ষেত্রে কখনও রাস্তাঘাটে কিংবা কখনও স্বামী প্রেমিক বা পরিবারের সদস্য তাঁরা লাঞ্ছিত হতে হচ্ছে মেয়েদের৷ শুধুমাত্র প্রাপ্ত বয়স করাই নয় বাদ যাচ্ছে না নাবালিকা থেকেই সদ্যোজাত সন্তান এবং শিশুরাও৷ সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফ থেকেই যে পরিসংখ্যান তথ্য প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে মাত্র এক বছরে ভারতে ধর্ষণের পরিমাণ 32599 জন৷

কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে এই তথ্য প্রকাশিত হওয়ার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ আর এরই মধ্যে ধর্ষণ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কেরলের কংগ্রেস সাংসদ হিভি হেডেনের স্ত্রী অ্যানা লিন্ডা এডেন৷ যদি প্রতিরোধ না করতে পারেন তবে ধর্ষণ উপভোগ করুন ঠিক এই ভাষাতেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন পেশায় সাংবাদিক অ্যানা লিন্ডা এ দিন৷

   

আসল গল্পটা হল, সোমবার লাগাতার বর্ষণের জেরে কেরলের কোচি শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে, ওই সাংবাদিকের বাইরের সামনেও জল জমে গিয়েছিল তাই ফেসবুকে পোস্ট করে শহরের কর্পোরেশন কে তুলোধোনা করার পাশাপাশি তিনি লেখেন ভাগ্য হল ধর্ষণের মতো, যদি প্রতিরোধ করতে না পারেন তা হলে সেটা উপভোগ করুন৷ ঠিক এই ভাষাতেই পোস্ট করার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠে সামাজিক মাধ্যমে৷

একজন সাংবাদিকের এ হেন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন অনেকেই৷ তবে সমালোচনা দেখে নিজের হয়ে সাফাই গাইতে ভোলেননি তিনি৷ প্রবল বর্ষণের জেরে সমস্যার মুখে পড়েছেন বলেই তিনি এই পোস্টটি করেছেন, কিন্তু যারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের শিকার হয়েছেন তাঁদের আঘাত করতে চাননি বলেও জানান৷ এবং সামাজিক মাধ্যমে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নেন৷

সম্পর্কিত খবর