বড় সুযোগ! বিগ বাজারে এ বার রেশন কার্ড দেখালেই মিলবে ছাড়

বাংলা হান্ট ডেস্ক : কয়েক বছর ধরেই রেশনের দুর্নীতি রুখতে তত্পর হয়েছিল রাজ্যের খাদ্য দফতর৷ তাই ইতিমধ্যেই রাজ্যের যে সমস্ত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষ রেশন তোলেন না তাঁদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ সেই কার্ড সরকারি বিশেষ পরিচয়পত্র হিসেবে দেখা হবে বলেও জানানো হয়৷ এ বার রেশন কার্ড দেখালেই বিগ বাজারে মিলবে বড়সড় ছাড়, সম্প্রতি রেশনের দুর্নীতি কমাতে এবং শহরে রেশন কার্ডের ব্যবহার বৃদ্ধি করতে এমনই নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার৷ অন্যদিকে গ্রামাঞ্চলে রেশন দোকানগুলিতে বিগ বাজারের মতোই হরেক রকম জিনিসের সোমবার থাকবে বলেও জানা গিয়েছে যাতে সরকারি কার্ড দেখিয়ে ছাড়ে মাল তুলতে পারেন গ্রাহকরা৷maxresdefault 9

তাই বিগ বাজারের সংস্থা ফিউচার গ্রুপের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে রাজ্যের খাদ্য দফতর৷ সম্প্রতি নবান্নে বৈঠকের পর নতুন উদ্যোগ চালু করার সিদ্ধান্ত নিয়ে চুক্তি সম্পন্ন করেছে সরকার৷ যেখানে রেশন কার্ড দেখালেই বিগ বাজারের 267 টি দ্রব্য 7-15 শতাংশ অবধি ছাড়৷ এক দিকে রেশন দোকানে দুর্নীতি কমানোর পাশাপাশি শহরাঞ্চলের মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের রেশন কার্ড ব্যবহার করানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিছুদিন আগে রাজ্যের বিভিন্ন শহর এবং মফস্সলের রেশন দোকানগুলিতে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের রেশন গুলিতে খরিদ্দার টানতে বিগ বাজারের বিভিন্ন দ্রব্যের মতো জিনিস রেশন দোকানে নিয়ে আসা হবে এবং মজুত রাখা হবে৷ বিভিন্ন প্রসাধনীর, প্যাকেট জাত খাবার ইত্যাদি রাখা হবে৷ প্রাথমিক ভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেশন দোকানে বিগ বাজারের নামি দামি বিভিন্ন দ্রব্যের মজুত রাখা শুরু হয়েছে তাই আগামী পর্বে গোটা রাজ্য জুড়ে এই পদক্ষেপ চালু করতে চাইছে রাজ্য সরকার৷

সম্পর্কিত খবর