করোনা পজেটিভ হলেই ৯৪ হাজার টাকা দেবে সরকার! অদ্ভুত নিয়ম জারি এই দেশে

Bangla Hunt Desk: করোনা ভাইরাস চীন (China) থেকে ছড়িয়ে পড়লেও, আমেরিকা (America) এই মারণ রোগের দ্বারা সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এই মহামারির কারণে মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্প বহুবার সর্বসমক্ষে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে দোষারোপ করেছেন। বর্তমানে করোনা মৃতের দিক থেকে একেবারে প্রথমে রয়েছে আমেরিকার নাম।

2AP1TD2 b598c7937e0cb7c3ddb3d98f6d897d82

অভিনব উদ্যোগ নিল মার্কিন যুক্তরাষ্ট্র
কোন ব্যক্তি করোনা সংক্রমিত হওয়ার পর তাঁকে অন্তত ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হয়। এই সময় ব্যক্তি তাঁর কর্ম থেকে বিচ্যুত থাকে। যার ফলে সে কোনরূপ অর্থ উপার্জন করতে পারে না। এই পরিস্থিতিতে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি কাউন্টি এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে।

960x0 3

কোয়ারেন্টিনে থাকলে দেওয়া হবে অর্থ
তারা জানিয়েছে, কোন ব্যক্তি যদি করোনা সংক্রমিত হন, তাহলে তাঁকে প্রথম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এই কোয়ারেন্টিনে থাকাকালীন তাঁকে কাউন্টি বোর্ড সর্বসম্মতভাবে ৯৪ হাজার টাকা দেবে। তবে সেজন্য প্রথমেই ব্যক্তিকে করোনা টেস্ট করাতে হবে। পজেটিভ হলে, তবেই তাঁকে এই অর্থ দেওয়া হবে।

AP20083272297427

কেন এই উদ্যোগ গ্রহণ?
কাউন্টি বোর্ড জানিয়েছে, এমন অনেক ব্যক্তি আছেন, যারা ভয়ে করোনা পরীক্ষা করাতে চায় না। সেই কারণে আরও এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই কারণেই এই উদ্যোগ নেওয় হয়েছে। আশা করা যাচ্ছে, এতে করে আরও বেশি পরিমাণে মানুষ করোনা টেস্ট করাতে চাইবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর