‘রাম মন্দির বানালে করোনা যাবে না’, শরদ পাওয়ারের মন্তব্যের পাল্টা জবাব দিল RSS

বাংলাহান্ট ডেস্কঃ রাম মন্দির (Ayodhya Ram Temple) নির্মানের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করেছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। এবার তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিল জাতীয় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)। তবে এই বিতর্কের মধ্যেও কিন্তু একেবারে নির্বাক দর্শকের ভূমিকায় রয়েছে পাওয়ারের জোটের শরিক শিবসেনা।

রাম মন্দির নির্মান
অযোধ্যায় রাম মন্দির নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে আগামী ৩ ও ৫ ই আগস্ট ভূমিপুজোর দিন ধার্য করা হয়েছে। উক্ত দুই তারিখের যেদিন প্রধানমন্ত্রীর সুবিধা হবে, সেদিনই রাম মন্দিরের ভূমিপুজো করা হবে বলে জানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ৫ আগস্ট দুপুরে ওই অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় যাবেন তিনি।

প্রধানমন্ত্রীকে আক্রমণ পাওয়ারের
রবিবার মহারাষ্ট্রের সোলাপুরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ কমানোই মহারাষ্ট্র সরকারের একমাত্র লক্ষ্য। কিছু এই সময়কালে কিছু মানুষ ভাবছেন আবার একটি মন্দির তৈরি করলেই করোনার যুদ্ধে জয়ী হওয়া যাবে’।

প্রতিবাদ জানায় RSS
পাওয়ারের করা মন্তব্যের পাল্টা জবাব দেয় SS। আরএসএস নেতা রামলাল টুইটারের করে বলেছেন, ‘প্রভু শ্রী রামের নামে রাম মন্দির নির্মাণে ফলে কিছু রাজনৈতিক দল ও নেতারা কেন সমস্যায় পড়েছেন?’ পাশাপাশি শরদ পাওয়ারের মন্তব্যের তীব্র বিরোধিতাও করেছেন বিজেপি নেতা উমা ভারতী এবং রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

নিশ্চুপ রয়েছে শিবসেনা
তবে সবকিছু দেখে একেবারে নির্বাক রয়েছে দল শিবসেনা। শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, ভগবান রাম তাঁর দলের কাছে বিশ্বাসের প্রতীক। তাই তিনি ভগবান রামকে নিয়ে কোন রাজনীতি করবেন না।

রাম মন্দির স্থাপনের বিষয়
ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানলেন, সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অর্থ সংগ্রহ ও নকশা সম্পূর্ণ হলে, মোট তিন থেকে সাড়ে তিন বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্যেই রাম মন্দির তৈরি করা সম্ভব হবে। সেইসঙ্গে ভূমি পূজা অনুষ্ঠান গর্ভগৃহে ৪০ কেজি রৌপ্য ইট স্থাপনের মাধ্যমে সম্পন্ন হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর