এই বিষয়গুলোর অধিকারী হলে ভর্তুকিযুক্ত রেশন কার্ড আপনার আর থাকবে না, জেনে নিন বিষয়গুলি

 

বাংলা হান্ট ডেস্ক:   আপনি যদি আপনার বাড়িতে কার্ডের হিসাব করতে যান দেখবেন একাধিক কার্ড এ ভর্তি হয়ে গেছে আপনার ফাইল। যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলছে কার্ডের আধিক্য। তারমধ্যে কখন আধার কার্ড, ভোটার কার্ড, কখনো রেশন কার্ড। কখনো প্যান কার্ড। হ্যাঁ আর এর মধ্যেই সমস্ত কাগজপত্র নিয়ে যখন একটা সরগরম ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ সেটা এনআরসির বিষয় হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরের প্রধান কার্ড রেশন কার্ড যাকে ঘিরে কোন এনআরসি বিষয়ক সংযোগ নেই। শুধুমাত্র অন্য একটি উদ্দেশ্যে রেশন কার্ডের ভুল ভ্রান্তি এবং সংযোজন-বিয়োজন চলছে। মুখ্যমন্ত্রী এর আগে স্পষ্ট করেছে যে এই কার্ড সংশোধনের বিষয়ে কোন রকম বিভ্রান্তি না ছড়িয়ে পড়ে। তবে রেশন কার্ড যাদের রয়েছে অনেকেই দু টাকা কেজি চাল এবং অন্যান্য সুবিধা ভোগ করে থাকত। কিন্তু এই সুবিধা আপনার-আমার প্রত্যেকের ঘরে আর উঠবে না। এখানেও হতে চলেছে বিধি-নিষেধ।

IMG 20191112 WA0045

কম্পিউটার ল্যাপটপ থাকলে ভর্তুকিযুক্ত রেশন কার্ড রাখা যাবে না। এমনকি ওয়াশিং মেশিন ফ্রিজ ল্যান্ডলাইন ২ চাকার গাড়ির মধ্যে যে কোন তিনটি থাকলেও একই নিয়ম কার্যকর হবে। খাদ্য দপ্তর আরো জানিয়েছে ভর্তুকিযুক্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার কাজ চলছে।

এ বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হলে সামনের বছরের প্রথম দিকেই ভর্তুকিযুক্ত রেশন কার্ড গ্রাহকদের চিহ্নিত করা হবে। আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করেই দেওয়া হবে রেশন কার্ড। তবে রেশন কার্ডের ডিজিটালাইজেশন প্রক্রিয়া এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভর্তির আবেদন জমা পড়েছে। সমস্ত নিয়ম নীতি মেনেই বহু আবেদন কে বাতিল করা হয়েছে। তবে সরকারি চাকুরিজীবি এবং অন্যান্য 10 হাজারের ওপর আয় কারীদের ক্ষেত্রে 10 নম্বর ফরম অবশ্যই ফিলাপ করতে হবে। তাদের ক্ষেত্রে শুধু পরিচয় পত্র হিসেবে থাকবে একটি রেশন কার্ড যার সাথে ভর্তুকির কোন সম্পর্ক থাকবে না।

সম্পর্কিত খবর