আর নেই চিন্তা! এই প্ল্যানে বিনিয়োগ করলেই চাকরি পাওয়ার আগে আপনার সন্তান হবে কোটিপতি

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক সচেতন অভিভাবকই তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নয় চিন্তিত থাকেন। পাশাপাশি, অনেকেই আবার সন্তানের কেরিয়ারের কথা ভেবে বিভিন্ন জায়গায় আর্থিক বিনিয়োগ করেন। তবে, সঠিক ভাবে পরিকল্পনা করে এই বিনিয়োগ করলে কিন্তু আপনার সন্তানের মাত্র ১৮ বছর বয়সেই কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে! যার ফলে কোনোরকম ঋণ ছাড়াই সন্তানেরা নিশ্চিন্তে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারবে। পাশাপাশি, এই ১ কোটি টাকার মোট ফান্ডের সুদ তারা সারাজীবন পেতেও থাকবে।

দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই লাভজনক:
এই প্রসঙ্গে আর্থিক উপদেষ্টা সংস্থা, বিপিএন ফিনক্যাপের ডিরেক্টর, এ কে নিগম জানিয়েছেন, যখনই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা হয়, তখনই তা ভাল রিটার্ন দেয়৷ অতএব, যদি পুত্র বা কন্যার জন্মের সাথে সাথে তার নামে বিনিয়োগ শুরু করা হয়, তবে ১৮ বছর বয়সে সহজেই ১ কোটি টাকার তহবিল তৈরি করা যেতে পারে। অনেক জায়গায়, দীর্ঘ মেয়াদে ১৫ শতাংশের উপরে রিটার্ন দেওয়া হয়। আর সেগুলিতেই বিনিয়োগ করলে সন্তানরা সহজেই কোটিপতি হতে পারে।

এই ধরনের পরিকল্পনা করাও অত্যন্ত সহজ:
এই ধরনের আর্থিক পরিকল্পনা খুব সহজেই করা সম্ভব। যদি বিনিয়োগটি সন্তানের জন্মের সময় থেকে করা হয়, সেক্ষেত্রে এই বিনিয়োগ ১৮ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। পাশাপাশি, আপনি যদি আপনার বিনিয়োগের উপর গড়ে ১২ বা ১৫ শতাংশ হারে রিটার্ন পেতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে ৯,০০০ টাকা বা ১৩,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।

মূলত, আপনি যদি ১২ শতাংশ রিটার্নের আশায় বিনিয়োগ করেন, তাহলে আপনাকে প্রতি মাসে ১২,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। অন্যদিকে, যদি ১৫ শতাংশ রিটার্নের আশায় বিনিয়োগ করা হয়, তাহলে মাসে ৯,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই ধরনের রিটার্নের জন্য, শিশুদের নামে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়।

বিনিয়োগের পরিমাণ কিভাবে বাড়বে:
এই প্রসঙ্গে বিশেষজ্ঞ দিলীপ কুমার গুপ্ত জানিয়েছেন, প্রতি মাসে করা বিনিয়োগ দীর্ঘমেয়াদে একটি বিশাল তহবিল তৈরি করে। অনেকেই বিশ্বাস করতে চান না বিষয়টি। মূলত, প্রতি মাসে বিনিয়োগের উপর একটি রিটার্ন রয়েছে এবং তারপরে এই রিটার্নটি চক্রবৃদ্ধির হারে বাড়তে থাকে। যে কারণে প্রতি মাসে জমাকৃত অর্থ দ্রুত বৃদ্ধি পায়। আর এই কারণেই SIP-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সর্বোত্তম বলে বিবেচিত হয়।

১২ শতাংশ রিটার্ন সহ বিনিয়োগ পরিকল্পনা:
SIP-র মাধ্যমে প্রতি মাসে ১৩,০০০ টাকা বিনিয়োগ করে ১২ শতাংশ রিটার্ন সহকারে ১৮ বছরেই প্রায় ১ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা যাবে।

১৫ শতাংশ রিটার্ন সহ বিনিয়োগ পরিকল্পনা:
SIP-র মাধ্যমে প্রতি মাসে ৯,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ শতাংশ রিটার্ন সহযোগে ১৮ বছরে তৈরি হবে ১ কোটি টাকার তহবিল।

৫ বছরে দারুণ রিটার্ন দিতে পারে এমন কিছু মিউচুয়াল ফান্ডের SIP স্কিম:
১. Motilal Oswal Nasdaq 100 Exchange Traded Mutual Fund- ৫ বছরে ১৭.৯৭ শতাংশ রিটার্ন দিয়েছে।
২. ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফিডার ফ্র্যাঙ্কলিন ইউএস অপর্চুনিটিস মিউচুয়াল ফান্ড- এই ডাইরেক্ট প্ল্যান ৫ বছরে ১৬.৪১ শতাংশ রিটার্ন দিয়েছে।
৩. ICICI প্রুডেনশিয়াল ব্যাঙ্কিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মিউচুয়াল ফান্ড- এই প্ল্যান ৫ বছরে ১৫.৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
৪. ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফিডার ফ্র্যাঙ্কলিন ইউএস অপর্চুনিটিস মিউচুয়াল ফান্ড- ৫ বছরে ১৫.৪১ শতাংশ রিটার্ন দিয়েছে।
৫. Invesco India Financial Services Mutual Fund- এই প্ল্যান ৫ বছরে ১৫.০২ শতাংশ রিটার্ন দিয়েছে।
৬. Mirae Asset Emerging Bluechip Mutual Fund- এই ডাইরেক্ট প্ল্যান ৫ বছরে ১৪.৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে।
৭. ICICI প্রুডেনশিয়াল ইউএস ব্লুচিপ ইক্যুইটি মিউচুয়াল ফান্ড- এই প্ল্যান 5 বছরে ১৪.১৯ শতাংশ রিটার্ন দিয়েছে।
৮. রিলায়েন্স ইটিএফ ব্যাঙ্ক- ৫ বছরে ১৪.৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
৯. ICICI প্রুডেনশিয়াল ব্যাঙ্কিং এবং ফিন্যান্সিয়াল মিউচুয়াল ফান্ড- ৫ বছরে ১৪.০৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
১০. Mirae Asset Emerging Bluechip Mutual Fund- ৫ বছরে ১৩.৩৫ শতাংশ রিটার্ন দিয়েছে।

MONEY IN HANDS

দ্রষ্টব্য: এই স্কিমের রিটার্ন ডেটাগুলি ২০১৯-এর ২৯ জুলাইর নিরিখে পরিবেশিত হয়েছে।
(ব্রোকারেজ হাউস এবং বাজার বিশেষজ্ঞদের দ্বারা বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। তবে বিনিয়োগ করার আগে আপনার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন। বাজারে বিনিয়োগের নিজস্ব ঝুঁকি রয়েছে, তাই সতর্কতা প্রয়োজন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর