‘খেলা হবে দিবসের’ কথা মাথায় রেখে IFA স্বীকৃত ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ১৬ আগস্ট ‘খেলা হবে দিবসের’ কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সেদিনই তিনি জানিয়েছিলেন, কলকাতার তিন প্রধান ক্লাব সহ বিভিন্ন ক্লাবকে ফুটবল হাতে তুলে দিয়ে খেলার জন্য উৎসাহ দেওয়া হবে। সোমবার ইন্ডোরে, এই নিয়ে আরও বেশ কয়েকটি পরিকল্পনার কথা ঘোষণা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

   

সেই পরিকল্পনা অনুযায়ী তিনি জানান, আইএফএ স্বীকৃত ৩০৩ টি ক্লাবকে এবার থেকে খেলাধুলায় উৎসাহ বৃদ্ধির জন্য ১৫ হাজার টাকা এবং ১০ টি করে ফুটবল তুলে দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্য মোহনবাগান (Mohun Bagan Club), মহামেডান (Mohammedan Sporting) এবং ইস্টবেঙ্গল (East Bengal Club) পাবে একশোটি করে ফুটবল। অনুদান দেওয়া হবে পুলিশের ক্লাবগুলোকেও। সাথে সাথেই তিনি আইএফএকে অনুরোধ করেন ১৬ আগস্ট খেলা হবে দিবসের কথা মাথায় রেখে একটি বিশেষ ফুটবল ম্যাচ আয়োজন করার।

এরই সাথে সাথে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা হবে প্রকল্পের শুভ উদ্বোধন করে তিনি বলেন, মানুন ছাই না মানুন হবে কথাটা দারুন জনপ্রিয় হয়ে গেছে। পার্লামেন্ট থেকে শুরু করে দিল্লি রাজস্থান গুজরাট সব জায়গায়। এই শ্লোগানকে চিরস্থায়ী করতে হবে। আগামী দিনে সারা দেশে খেলা হবে এবং আমি চাই এটা নিয়ে একটা গান তৈরি হোক। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে জাভেদ আখতারের সঙ্গে দেখা করেও একই অনুরোধ করেছিলেন মমতা। এদিন সাথে সাথেই বাংলার বিভিন্ন ক্লাবগুলিকে মিলিয়ে মোট এক লক্ষ ফুটবল দানের কথাও জানান তিনি। তিনি এও বলেন, ‘খেলাশ্রী’ প্রকল্পের আওতায় যারা ২৫ হাজার টাকা করে অনুদান পায় সেই ক্লাবগুলিও এই অনুদান পাবে।

Mamata Banerjee,khela hobe divas,West Bengal,IFA,TMC government,তৃণমূল সরকার,মমতা ব্যানার্জি,খেলা হবে দিবস,পশ্চিমবঙ্গ,আইএফএ

একইসঙ্গে ইস্টবেঙ্গলের সমস্যা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। তিনি জানিয়েছেন, ‘‘ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। সব মিটে যাবে। চুক্তি সই হবে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। আমার কাছে সেরকম তথ্যই রয়েছে। আমি এটুকু বলতে পারি, একটু ছেড়ে খেলুন। তা হলে চুক্তিটা হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর