বেরিয়ে এলো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের লিস্ট ! আম্বানির স্থান ..

বাংলা হান্ট ডেস্ক : প্রতিবছরের মতো এবছরেও দেশের ধনীদের তালিকা প্রকাশ করল আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ। দেশের মোট দশ জন ধনী ব্যক্তিদের নাম প্রকাশ করেছে সংস্থাটি। আর্থিক নিরিখে এই দশ জন ব্যক্তি রয়েছেন এবছরের সবচেয়ে ধনীতম ব্যক্তির তালিকায়-

10)দিলীপ সংঘভি- পদ্মশ্রী পাপক ব্যবসায়ী দিলীপ সংঘভি দেশের অন্যতম ধনীদের তালিকায় দশম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমান 71, 500 কোটি টাকা।

9)শাপুর পালোনজি- নবম ধনীতম ব্যক্তি, দেশে তাঁর সম্পত্তির পরিমান 76 হাজার 800 কোটি টাকা।

8)সাইরাস মিস্ত্রি- 51 বছর বয়সী আইরিশ ব্যবসায়ী সাইরাস মিস্ত্রি এবছর ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। যাঁর সম্পত্তির পরিমান 76 হাজার 800 কোটি টাকা।

7) সাইরাস এস পুনাওয়ালা- পুনাওয়ালা গ্রুপের চেয়ারম্যান সাইরাস এবার ধনীতম ব্যক্তিদের তালিকায় দেশের মধ্যে সপ্তম স্থান পেয়েছেন। যাঁর সম্পত্তির পরিমান 88 হাজার 800 কোটি টাকা।

6)উদয় কোটাক- কোটাক মাহিন্দ্রা কোম্পানির অক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান উদয় কোটাক দেশের ধনীদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমান 94, 100 কোটি টাকা।

5) গৌতম আদানি- দেশের অন্যতম সফল ব্যবসায়ী গৌতম আদানি এবছরে ধনীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। যাঁর সম্পত্তির পরিমান 94,500 কোটি টাকা।

4) এল এন মিত্তল- মিত্তল কোম্পানির সিইও এলএন মিত্তল সম্পত্তির নিরিখে দেশের মধ্যে চতুর্থ ধনীতম ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমান 1 লক্ষ 7 হাজার 300 কোটি টাকা।

3)আজিম প্রেমজি- উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি এবছর দেশের ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমান 1 লক্ষ 17 হাজার 100 কোটি টাকা।

2)এস পি হিন্দুজা ও পরিবার- ধনী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হিন্দুজা। তাঁর মোট সম্পত্তির পরিমান 1 লক্ষ 86 হাজার 500 কোটি টাকা

1) মুকেশ আম্বানি- গত আট বার ধরে দেশের ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। যার ধারে কাছে এখনও কেউ ঘেঁষটেই পারেননি। তাঁর মোট সম্পত্তির পরিমান 3 লক্ষ 80 হাজার 700 কোটি টাকা

সম্পর্কিত খবর