৭২ শতাংশ ভারতীয় অবৈধভাবে রয়েছেন মার্কিন মুলুকে

বাংলা হান্ট ডেস্ক: সাউথ এশিয়ান অ্যাডভোকেসি গ্রুপের করা এক সমীক্ষা বলছে মার্কিন মুলুকে গত সাত বছরে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় সংখ্যা বেড়েছে। ২০১০ সাল থেকে ২০১৭ সালের মধ্যে অবৈধ ভারতীয় সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ।

সমীক্ষা বলছে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ আর অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় মিলিয়ে সে হার দাঁড়িয়েছে ৭২ শতাংশ। এমন অনেকে রয়েছেন যাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার জন্য প্রয়োজনীয় নথি নেই।

প্রায় আড়াই লক্ষ ভারতীয় মার্কিন মুলুকে থাকার রিজাভ ফুরিয়ে গেছে ২০১৬ সালে। তারপরেও ভিসা ছাড়াই সে দেশে রয়ে গিয়েছেন তারা।ভারতীয় নয় নেপালি অবৈধ বসবাসকারীদের সংখ্যাও নেহাত কম না।

আমেরিকা প্রশাসন অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী প্রতিদিন ব্যক্তি দেখলে সরাসরি আটক করছে মার্কিন পুলিশ। যাদের আটক করা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে তরুণ পড়ুয়ারা।

সম্পর্কিত খবর