‘আমি ওনার বড় ফ্যান, উনি ঠিক কাজ করেছেন’, শুভেন্দুকে খোলাখুলি সমর্থন করলেন এই তৃণমূল বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক মহলে ততই জলঘোলা হচ্ছে। বর্তমান সময়ে সংবাদের সর্বোচ্চ শীরোনামে রয়েছে তৃণমূল (All India Trinamool Congress) দল। প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ত্যাগের পর তৃণমূল শিবিরে আতঙ্কের ঘণ্টা বাজতে শুরু করে দিয়েছে। তবে এবার শুধু সময়ের অপেক্ষা? বিজেপিতে কি খুব শীঘ্রই যোগ দিচ্ছেন শুভেন্দু?

মন্ত্রীত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী
শুক্রবার দুপুরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। তাঁর আগেই ছেড়ে দেন রাজ্য সরকারের দেওয়া বাকি সুযোগ সুবিধাগুলোও এবং সেইসঙ্গে সকল পদও। বর্তমানে তাঁর নামের পাশে রয়েছে শুধু বিধায়কের তকমা। নিজের পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে পাঠানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি এই সকল দায়িত্ব দেওয়ার জন্য।

জ্বলে উঠলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক
তৃণমূলের অন্দরে যে ভাঙ্গন ধরেছে, তা প্রমাণ করে দিচ্ছে সবুজ শিবিরের বিভিন্ন সদস্যরাই। শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলের বিরুদ্ধে তোপ দাগলেন অপর এক ‘বিদ্রোহী’ বিধায়ক শীলভদ্র দত্ত (shilbhadra dutta)। কিছুদিন পূর্বেই প্রশান্ত কিশোরকে আক্রমণ করে বলেছিলেন, ‘কোন এক বাজারি কোম্পানি এসেছে এখন আমাদের রাজনীতি শেখাচ্ছে। টাকা নিয়ে ভোট করাবে বলছে। এই পরিবেশ আর মানিয়ে নেওয়ার মত নেই। আর থাকা যাচ্ছে না’।

এমনকি দলীয় এক বিজয়া সম্মেলনের অনুঠানেও তিনি দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘আমার নামের পাশে কোন দিন দুর্নীতির তকমা লাগেনি। কিন্তু এখন আবার কোন কোন মহল দাবি জানাচ্ছে, আমি নাকি মুকুল রায়ের থেকে ৭ কোটি টাকা নিয়েছি। এমনকি আমি নাকি অর্জুন সিং-এর সঙ্গে গ্রেফতার হতে পারি’।

একেবারে ঠিক কাজ করেছে শুভেন্দু
শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়তেই এই ‘বিদ্রোহী’ বিধায়ক শীলভদ্র দত্ত দলের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন। তিনি বললেন, ‘শুভেন্দুর আমি বড় ফ্যান। ও একেবারে ঠিক কাজই করেছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর