জাগুয়ার প্লাস্টিকের বোতল খাওয়ার চেষ্টা করছে! এটাই প্রমান আমরা পরিবেশকে কতটা ধ্বংস করেছি

অর্পিতা লাহিড়ীঃ প্লাস্টিকের বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হয়েছে লড়াই। প্লাস্টিকের মধ্যে দিয়ে গ্রাস করছে সর্বব্যাপী দূষণ। তাই সারা পৃথিবী জুড়ে পরিবেশনবিদরা প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন।উল্লেখ্য দেশকেও প্লাস্টিক মুক্ত করতে বিশেষ উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই সারা দেশ তথা বিশ্ব সাক্ষী থেকেছে মামল্লপুরম সৈকতে মোদির প্লাস্টিক সাফাই অভিযানের।এমত অবস্থায় প্লাস্টিক সহ ভাইরাল হল এক জাগুয়ারের ছবির।তবে এই ঘটনার কেন্দ্রস্থল ভারত নয় বরং সুদূর ব্রাজিল। বিশ্বের বৃহত্তর জলাভূমি এলাকা ব্রাজিলের প্যানটানালে এক ব্রিটিশ চিত্রগ্রাহকের তোলা ছবি ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে।

leopard 1570968998 725x725

ছবিটিতে দেখা যাচ্ছে একটি জাগুয়ার সবুজ রঙের একটি বোতল দাঁত দিয়ে কামড় দিয়ে পরখ করে নিচ্ছে। যদিও সুখের কথা জাগুয়ারটির এই প্রচেষ্টা সফল না হলেও। পরিবেশবিদ দের রাতের ঘুম কেড়েছে এই ছবি।

পরিবেশবিদদের মতে এই ধরনের ছবি কোনদিনই স্বস্তির বার্তা দেয়না। মাত্র কয়েকদিন আগেই মুখে প্লাস্টিক জড়ানো অবস্থায় মরা মাছের ছবি পাওয়া গিয়েছে, হাঙরের পেট থেকে টনটন প্লাস্টিক বেরিয়েছে। আসলে অবাধে যে ভাবে প্লাস্টিক সমুদ্র বা নদীর জলে মিশছে তাই আরও তরান্বিত করছে বন্যপ্রাণীদের ধ্বংস।

সম্পর্কিত খবর