গুরুত্বপূর্ণ খবর! শুরু হচ্ছে ভোটার কার্ড নয়া সংশোধন পক্রিয়া, তৈরি হবে তালিকা

বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন৷ যদিও ইতিমধ্যেই গ্রাহকের নাম ভোটার তালিকায় আছে কি না তা যাচাই করার কাজ শুরু হয়ে গেছে৷ 18নভেম্বর তারিখ অবধি তথ্য যাচাই প্রক্রিয়া চলবেই৷ 25 নভেম্বর থেকে 24 ডিসেম্বর অবধি এক মাস ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ অন্য ভাবে৷ তবে যাঁদের নাম ভোটার কার্ড নেই অর্থাত্ সদ্য প্রাপ্তবয়স্ক হয়েছে কিংবা তার বেশি বয়স তারাও নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তার জন্য আগামী বছর জানুয়ারি মাস থেকে ছয় নম্বর ফর্ম পূরণ করে তালিকায় নাম তুলতে পারবেন৷

20 জানুয়ারি তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ যদিও গোটা দেশেই ভোটার তালিকার তথ্য যাচাই প্রক্রিয়া চলছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অবধি সবথেকে বেশি ভোটাররা অনলাইনে তথ্য যাচাই করেছেন৷ বিভিন্ন জেলার মানুষ তত্পরতার সঙ্গে ভোটার সংক্রান্ত নথিপত্র জমাও দিয়েছেন৷ অনলাইনে ওয়েবসাইটে কিংবা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে ভুল সংশোধন কিংবা তথ্য যাচাইয়ের কাজ চলছে৷ তবে এরই মধ্যে ব্লক লেভেল অফিসাররা বাড়ি বাড়ি আসতে শুরু করেছেন৷ যাদের তথ্য জমা দেওয়া হয়েছে তাঁদের আবারও অফ লাইনে তথ্য যাচাইয়ের কাজ করছেন বিএলআরও অফিসাররা৷

অনলাইনের মাধ্যমে তথ্য যাচাই এবং সংশোধনের যে কাজটি করা হয়েছে তাঁর সঙ্গে প্রত্যেকের ব্যক্তিগত নথিপত্রের কতটা মিল রয়েছে তা যাচাই করে দেখছেন তাঁরা৷ তবে অনলাইনে করার পরেও কিংবা যারা অনলাইনে করেননি তাঁদের ভুল সংশোধনের জন্য অফিসাররা প্রত্যেকের বাড়ি গিয়ে কাগজপত্র এবং ফর্ম বিলি করছেন৷ তবে কমিশন সূত্রে বলা হয়েছে এখনও অবধি যে সমস্ত গ্রাহকের বাড়িতে বিএলআরও অফিসাররা গিয়ে পৌঁছন তাঁরা 1950 নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানানোর পাশাপাশি তথ্য জানতে পারবেন৷

সম্পর্কিত খবর