দিনের পর দিন আমেরিকায় ইমরান খানের বেইজ্জতি, এতটাই অবস্থা খারাপ যে মেট্রোতে সফর করে পৌঁছাতে হলো হোটেলে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খা শনিবার সন্ধ্যেয় তিন দিবসিয় সফরে আমেরিকায় পৌঁছান। সোমাবার উনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। সুত্রের খবর অনুযায়ী, ইমরান খান আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়ালি মিটিং এ পাকিস্তানে চলা সন্ত্রাসবাদ নিয়ে কথাবার্তা হবে। এমনকি আমেরিকার রাষ্ট্রপতি পাক প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদ দমনের জন্য চাপ দেবেন।

আমেরিকায় পাক প্রধানমন্ত্রীর আগমনে, এয়ারপোর্টে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য কোন বড় আধিকারিকও পৌঁছাননি বলে খবর। আর এর জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে মেট্রোতে বসে হোটেলে যেতে হয়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশি নিজে কয়েকজন পাকিস্তানিকে নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে বিমান বন্দরে সম্বর্ধনা জানাতে যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী রুপে এর আগে ২০১৫ সালে নওয়াজ শরিফ আমেরিকার সফরে গেছিলেন।

ক্রিকেটার থেকে রাজনেতা হওয়া ৬৬ বছর বয়সী ইমরান খান দেশের প্রধানমন্ত্রী হয়েও শুধুমাত্র আর্থিক অভাবে প্রাইভেট বিমানে না গিয়ে, কাতার এয়ারলাইন্সের বিমানে আমেরিকা যান। পাকিস্তান এখন এমন আর্থিক সঙ্কটে ভুগছে যে, পাক প্রধানমন্ত্রী প্রাইভেট বিমানে না গিয়ে বেসরকারি বিমানে আমেরিকা যান।

IMG 20190720 121610 1

আমেরিকার সফরে ইমরান খান আইএমএফ এর কার্যবাহ প্রধান ডেভিড লিস্টন আর বিশ্বব্যাংকের সভাপতি ডেভিড মলপাসের সাথে দেখা করবেন। এছাড়াও পাক প্রধানমন্ত্রী রবিবার ওয়াশিংটন ডিসি ক্যাপিটালে আমেরিকায় থাকা পাকিস্তানিদের উদ্দেশ্যে একটি সভা করবেন। আর মঙ্গলবার ইউএস ইন্সটিউট অফ পিস থিঙ্ক-ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

সম্পর্কিত খবর