প্রথমে Tiktok ব্যান করেছিল ইমরান সরকার, পরে চাপে পড়ে মাত্র ১০ দিনেই হাটিয়ে দিলো ব্যান

৯ ই অক্টোবর পাকিস্তানের (pakistan) ইমরান (imran khan) সরকার টিকটককে (tiktok) অশ্লীলতা ও আপত্তিজনক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে নিষিদ্ধ করেছিল। তবে সেই নিষেধাজ্ঞা বহাল থেকেছে মাত্র ১০ দিন। ১৯ অক্টোবর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। পাকিস্তান দাবি করেছে টিকিটক তাদের সমস্ত বিধি অনুসরণ করবে বলে কথা দিয়েছে

পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) এক বিবৃতিতে বলেছে – টিকটক ম্যানেজমেন্ট আমাদের আশ্বাস দিয়েছে যে তারা অশ্লীলতা বা আপত্তিজনক ভিডিও পোস্টকারী সমস্ত অ্যাকাউন্ট ব্লক করবে। তারা পাকিস্তান সরকারের নির্দেশিকা অনুসরণ করবে। জানা যাচ্ছে, জুন ২০১৮ থেকে মে ২০১৯ সালের মধ্যে পাকিস্তান সরকার মোট ৮ লাখ ওয়েবসাইটকে ব্যান করেছে।

পাকিস্তান সরকার এবং এর পিটিএ বিভাগ নিয়ম অনুসরণ করার বিষয়ে যে দাবি করছে, চীনা সংস্থা টিকটক এ ব্যাপারে ঠিক উলটো বিবৃতি জারি করেছে। তারা বলেছে, নিয়ম বা নির্দেশাবলী অনুসরণ করার কোনও আশ্বাস দেয় নি সংস্থা। সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে- পাকিস্তান সরকার আমাদের পরিষেবা আবার চালু করতে সম্মত হয়েছে , আমরা তা জনগণ এবং বাজারে পৌঁছে দিতে প্রস্তুত। এটি আগের মতো কাজ চালিয়ে যাবে।

৯ অক্টোবর নিষেধাজ্ঞার জারির পরে সিন্ধ ও ইসলামাবাদ হাইকোর্টে এর বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। এ বিষয়ে জবাব দিতে হাইকোর্ট সরকারকে তলব করেছিল। এর আগে পাকিস্তানের বেশ কয়েকজন টিকটকারের অশ্লীল ও অন্তরঙ্গ ভিডিও পোস্ট হয়েছিল টিকটকে। যার জেরে বিভিন্ন সংগঠন এই সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি করেছিল।

 

সম্পর্কিত খবর