নিজেকে বিরাট কিছু ভেবেছিলেন ইমরান! যদিও এক্কেবারে “জোকার” বানিয়ে ছাড়লেন পুতিন

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর রাশিয়া সফরকে একটি “সফলতা” হিসেবে অভিহিত করলেও বাস্তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে “বলির পাঁঠা” হিসেবে ব্যবহার করেছেন। মূলত, ইমরান এমন সময় মস্কো পৌঁছেছিলেন যখন রাশিয়া, ইউক্রেনে হামলার প্রস্তুতি চূড়ান্ত করছে।

আসলে, পুতিন চেয়েছিলেন সবার মনোযোগ এই প্রস্তুতি থেকেই অন্য কোনো বিষয়ে সরিয়ে আনতে। যার ফলে, ইমরানের রাশিয়া সফর ছিল এই প্ল্যানেরই একটি অংশ। অর্থাৎ যে ইমরান খান নিজেকে বিরাট কিছু বলে মনে করতেন বাস্তবে কিন্তু তিনি একজন “জোকার” হিসেবেই প্রমাণিত হয়েছেন।

এই প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ ভ্যালেরিও ফ্যাব্রি তাঁর ব্লগে ইমরানের “জোকার” হওয়ার প্রসঙ্গটি তুলে ধরেছেন। এমনকি, তিনি বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে অন্য কোনো নেতা মস্কো ভ্রমণ এড়িয়ে যেতেন, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেখানে পৌঁছে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে, ইমরান দেখাতে চেয়েছিলেন যে, তিনি রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে সক্ষম হয়েছেন। এমনকি, ইমরান চেয়েছিলেন এতে তাঁর সম্মান এবং প্রশংসা বাড়বে। তাই বেশি কিছু না ভেবেই মস্কো পৌঁছে যান তিনি।

তবে, এখানেই শেষ নয়। বরং, ফ্যাব্রি আরও লিখেছেন, “ইমরানের সফর তাঁর উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এটি পশ্চিমী দেশগুলির সাথে পাকিস্তানের সম্পর্ককে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।” ফ্যাব্রির মতে, পুতিন চলতি বছরের শেষের দিকে ইমরানের কাছ থেকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা তা দেখার বিষয়। পুতিন এটা করলে তিনিই হবেন প্রথম রুশ নেতা যিনি পাকিস্তান সফর করবেন। তবে, পুতিনের ভারত বিরোধিতা করে পাকিস্তানের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করেছেন তিনি।

Vladimir Putin,Imran Khan,Russia,Ukraine,War,International,Pakistan

মূলত ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের আশা নিয়ে রাশিয়ায় এসেছিলেন। কিন্তু ফলাফল হল সম্পূর্ণ বিপরীত। এমনকি, সফরের পর দুই পক্ষের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে কোনো মীমাংসার কথা বলা হয়নি। এছাড়া সফরের সময় নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে ইমরানকে। সব মিলিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এককথায়, পুতিনের তৈরি করা ফাঁদে পা দিয়ে পাক প্রধানমন্ত্রী নিজের অজান্তেই ফেঁসে গেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর