‘পাকিস্তানের সঙ্গে থাকবে নাকি পৃথক রাষ্ট্রের মর্যাদা নেবে’, কাশ্মীর ইস্যুতে গণভোট চায় ইমারন খান

বাংলাহান্ট ডেস্কঃ কাশ্মীর (kashmir) নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান (pakistan) সরকার ইমারান খান (imran khan)। পাকিস্তানের সঙ্গে থাকবে, নাকি একটি পৃথক রাষ্ট্র হিসেবে নিজেদের স্বীকৃতি দিতে চায় কাশ্মীরবাসীরা- তা নিয়ে এক গণভোটের আয়োজন করতে চায় পাক সরকার। তাঁর কথায়, গত এক শতাব্দী ধরে ‘মুক্তি’র জন্য যুদ্ধ করেছে কাশ্মীরবাসী। তাই এই সিদ্ধান্ত তাঁদের নিজেদের নেওয়া উচিৎ।

পাক অধিকৃত কাশ্মীরের তারার খাল এলাকায় এক সমাবেশে সেদিন যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে কাশ্মীরি ভাইদের পাশে পাকিস্তান সর্বদা থাকবে। কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে আরও একটু ধৈর্য ধরে থেকে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। বিজয় নিকটবর্তী’।

Dal Lake

এদিন ইমরান খান আরও বলেন, পাক সরকার শীঘ্রই এখানে দুটি গণভোট পরিচালনা করবে। প্রথম ভোটে কাশ্মীরবাসীদের কাছে পাক সরকার জানতে চাইবে, তাঁরা পাকিস্তানের সঙ্গেই থাকতে চায় কিনা? আর দ্বিতীয় ভোটে জানতে চাইবে, কাশ্মীরবাসীরা নিজেদের স্বাধীনতা চায় কিনা?

প্রসঙ্গত, জম্মু কাশ্মীর বিষয়ে আগে থাকতেই ভারত সরকার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ভারত সরকার জানিয়েছে, ভারতের অভেদ্য এবং অভিন্ন অংগ হল জম্মু কাশ্মীর। এমনকি পাক সরকারকে ভারত এটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, জম্মু কাশ্মীরের কোন সমস্যা ভারতের আভ্যন্তরীণ সমস্যা। আর সেই সমস্যার সমাধান ভারত একাই করতে পারবে।

যদিও ভারত সরকারের এই মন্তব্য মানতে নারাজ পাক সরকার। এই বিষয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নও তুলেছে পাকিস্তান। সেই কারণে নিজেদের এই গণভোট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর