২০২১ সালে ৪১ জন ভারতীয় নিয়েছেন পাকিস্তানের নাগরিকত্ব! উঠে এল অবাক করা তথ্য

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিকত্ব (Indian Citizenship) ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব (Citizenship of Pakistan) গ্রহণ! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এবং এই সংখ্যাটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান বলছে ২০১৯ সালে একজন ভারতীয়ও (Indian) পাকিস্তানের নাগরিকত্ব নেয়নি। কিন্তু ২০২১ সালে মোট ৪১ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছে। আশ্চর্যজনক এই তথ্য সামনে এনেছে ভারত সরকারই (Government of India)।

ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং আরও ইউরোপীয় দেশগুলিতে নাগরিকত্ব নেওয়ার জন্য ভারতীয়দের হিড়িক চোখে পড়ার মতো। এবং এটা খুবই সাধারণ বিষয়। কারণ ওই দেশগুলি উন্নত। তাই উন্নত দেশে বসবাস করার ইচ্ছা প্রত্যেকেরই থাকে। কিন্তু ভারতীয় নাগরিকত্ব ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণের কথা শুনলে অবাক হতে হয় বৈকি!

পদ্মিনী রাঠৌড় রাজস্থানের জয়পুর জেলার বাসিন্দা। তিনি কনোটা শাহী পরিবারের কন্যা। ২০১৫ সালে তাঁর বিয়ে হয় করনি সিংহ সোডার সঙ্গে। করনি সিংহ পাকিস্তানের সিন্ধ এলাকার অমরকোট জেলার বাসিন্দা। ভারতীয় মেয়ের সোডা পরিবারে বিয়ে হওয়াটা খুবই সাধারণ বিষয়। এই সোডা পরিবার অমরকোটের রাজপুত ঘরানার সদস্য।

জয়পুরের একটি বড় হোটলে দুজেন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়েতে ১০০ জন পাকিস্তানের নাগরিকরও যোগ দেয়। বিয়ের সময়ও এই বিষয় নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল। এই বিয়ের নামই দেওয়া হয় ‘সীমান্তকে জুড়ে দেওয়া বিবাহ’। সংবাদের শিরোনামে উঠে আসে এই বিয়ে। সেই সময়, ‘ভরতের কনে বিয়ে করলো পাকিস্তানের বরকে’ – এই শিরোনামে সংবাদ পত্রে স্থান পায় এই ঘটনা। এই পদ্মিনীও পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন।

পদ্মিনী জানান, বিয়ের কারণেই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও বলেন, তাঁর পাঁচ বছরের সন্তানেরও পাসপোর্ট আছে। ভারতীয় নাগরিক হলে পাকিস্তানে এক শহর থেকে অন্য শহরে যেতে গেলেও ভিসা লাগে। ভিসার অনুমোদন আসতে সময় লাগে প্রায় ১৫ থেকে ২০ দিন। ভারতীয় নাগরিকত্ব থাকলে তাঁদের পক্ষে বিদেশ যাত্রাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়েই তাঁকে পাকিস্তানের নাগরিকত্ব নিতে হয়েছে। তিনি আরও জানান, তাঁর সম্প্রদায়ে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়াটা খুবিই সামান্য বিষয়। পদ্মিনীর স্বামীর মা আজমের এবং ঠাকুমা বিকানিরের কন্যা। শুধু তাই নয়, পদ্মিনী জানান, তাঁর দুই ননদের মধ্যে এক ননদের বিয়ে হয়েছে উত্তরপ্রদেশ এবং আর এক জনের বিয়ে হয়েছে বেঙ্গালুরুতে। তবে ভারত সরকারের তরফ থেকে জানা যাচ্ছে, ১৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মোট ৭৩০৬ টি ভারতীয় নাগরিকত্ব নেওয়ার আবেদন জমা আছে। এর মধ্যে ৭০ শতাংশ আবেদনই পাকিস্তান থেকে এসেছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর