গেটে তালা হাসপাতালের, বাইরে ঘুরে বেড়াচ্ছে প্রায় ৬৯ জন করোনা রোগী,

বৃহস্পতিবার সকালে একটি বাসে করে আগ্রা থেকে বেশ কিছু করোনা আক্রান্তকে উত্তরপ্রদেশে আনা হয়েছে। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এটাওয়াহ জেলার সাইফাইয়ে উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের কোভিড হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসা হয়েছিল এই ৬৯ জনকে। তাঁদের সেখানে নিয়ে আসার পর হাসপাতাল ভেতরে নিতে অনেকটাই সময় লেগে যায়।

আগ্রা থেকে দীর্ঘ বাস জার্নি করে আসার পর সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে অনেকেই রাস্তায় বসে বিশ্রাম নিতে শুরু করেন। তাদের মধ্যে অনেকেই মাস্ক বা গ্লাপ্সে পড়েছিলেন না। তাই সবাই নিরাপদে না থাকা সত্ত্বেও রাস্তায় বসে বিশ্রাম নিতে শুরু করে। আবার এদিকে অন্যরা কেউ কেউ খিদে পাওয়ার জন্যে দোকানে গিয়ে জলখাবার খেতে শুরু করে। উত্তরপ্রদেশ এর এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

আর সেই ভিডিওটি দেখার পর অনেকেই আতঙ্কিত। কারণ করোনা আক্রান্তদের মধ্যে অনেকেই শুধুই মাস্ক পড়েছিলেন। মাস্ক ছাড়া তাদের আর কিছুই পড়তে দেখা যায়নি। অন্যদিকে পুলিশ ছিলো, কিন্তু ঐ আক্রান্ত দের মধ্যে দুজন পুলিশ ছিলো, যারা কিনা অন্যান্যদের মতন করোনা আক্রান্ত রুগী।

এই ঘটনার অনেক পড়ে অফিস ইনচার্জ এসে তাদের ভেতরে নিয়ে যান। আর জানান আগে জানা থাকলে এরকম হোতোনা। না বলে আসায় তারা প্রস্তুতি নিতে পারেনি। এমনকি তারা সময় না পাওয়াই এতে যত্র তত্র ঘুরে বেরিয়েছে করোনা আক্রান্তরা। এতে আরো ভাইরাস ছড়িয়েছে। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ এই দায় উড়িয়ে দিয়েছে। তারা সাফ জানিয়েছে আগে থেকে না জানানোর ফলেই এই সমস্যা হয়েছে।

সম্পর্কিত খবর