FIFA-র প্রকোপে ভারতীয় ফুটবলের দুরবস্থা নিয়ে মুখ খুললেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে চরম সংকটে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। ভারতীয় ফুটবলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যতদিন না এআইএফএফ ভারতীয় ফুটবল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা না ফিরে পাচ্ছেন ততদিন এমনটাই থাকবে পরিস্থিতি। এবার এআইএফএফের নিজের সম্পূর্ণ ক্ষমতা ফিরে পেতে প্রয়োজন একটি ফেডারেশনের নির্বাচনের। সুপ্রিম কোর্ট এখনো রায় দেয় নি সেই ব্যাপারে যে কবে এই নির্বাচন সম্পন্ন হবে। ফলে চিন্তায় রয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীরা।

এবার এই ভারতীয় ফুটবলের সংকট নিয়ে মুখ খুলেছেন দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার বিসিসিআইয়ের সভাপতি এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। <span;>সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে “আধুনিক ভারতে নেতৃত্ব” বিষয়ক একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি। সেই ইভেন্টের মধ্যেই তাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় যার মধ্যে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন ছিল।

Sourav Ganguly,BCCI,AIFF,Indian Football,Indian Cricket,FIFA

ফিফার ভারতীয় ফুটবল ব্যান প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেছেন, <span;>“যেহেতু আমি ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত নই, তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না। তবে আমি মনে করি প্রতিটি ক্রীড়া সংস্থার কাজ করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকা উচিত, প্রত্যেকটি ক্রীড়া সংস্থার নিজস্ব আইন-কানুন রয়েছে। বিসিসিআইয়ের হয়ে কাজ করতে গিয়েও আমাদের সবসময় কিছু নির্দিষ্ট নিয়ম ও প্রোটোকল মেনে চলতে হয়।”

সৌরভকে বরাবরই বিশেষজ্ঞ মানুষরা বেশ বুদ্ধিমান বলে মনে করে থাকেন। যেভাবে বাংলার প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন সৌরভ তা অনেকে মনে করেন সেলিব্রিটিদের কাছে শিক্ষণীয়। নিজের প্রয়োজন না থাকলে বিতর্ক কিভাবে এড়িয়ে যেতে হয় তা খুব ভালোই জানেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে অনেক সময়ে বিতর্ক এড়িয়ে গিয়েও কাজের কথা যা বলার প্রয়োজন সেটা তিনি ঠিক বুঝিয়ে দেন। এক্ষেত্রেও তিনি ঠিক তেমনটাই করেছেন বলে অনেকেই মনে করছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর