অসমে গ্রামীন মহিলারা বাড়িতে তৈরি করছেন মাস্ক ও স্যানিটইজার

করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার আসামে কয়েক জন মহিলা মিলে ঘরে বসে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করছেন। হ্যান্ড স্যানিটাইজার এবং এর পাশাপাশি কীটনাশক এবং মাস্ক তৈরী করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

coronavirus test tube reuters 1583766881

আসামের ঐ মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, অনেক পরিষ্কার কাপড় দেওয়া হয়। তাই সেই কাপড় দিয়ে বানানো হচ্ছে মাস্ক। তা পরে সবার মধ্যে বন্টন করা হবে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর তার প্রকোপে এখন সারা পৃথিবী মৃত্যু দিন গুনছে।

সম্পর্কিত খবর