আইসোলেশন ওয়ার্ডে কাজ করা ডাক্তার যেতে পারছেন না বাড়ি, গাড়িকেই বানালেন নিজের ঘর

এই মুহূর্তে ভোপালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সব থেকে বেশী করোনা আক্রান্ত। যারা করোনার ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা করছেন বা এর সাথে সম্পর্কিত বিষয় গুলি দেখছেন তারা বেশী এই রোগে আক্রান্ত। আর সেই জন্য অন্য মানুষদের তুলনায় এদের বেশী করোনা হচ্ছে ।

   

তবুও তারা জীবনে ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর কাজও করছে।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।   সচিন নায়ক নামে এমনই একজন সরকারী চিকিৎসক তিনি বাড়িতে যাবেন না বলে গাড়িতে নিজের ঘর বানিয়ে ফেলেছে ।

তিনি সারাদিন ২৪ ঘন্টা ডিউটি ​​করেন এবং তার বাড়িতেও যান না। আর এভাবেই তিনি চিকিৎসা করে যাচ্ছেন। তিনি হাসপাতালের অভ্যন্তরে নিজের গাড়িকেই নিজের বাড়িতে পরিণত করেছেন। তিনি একই গাড়িতে বিশ্রাম নেন এবং সেখানে তাঁর অবশিষ্ট কিছু সময় ব্যয় করেন।এভাবেই আপাততো কাটছে তার জীবন।

সম্পর্কিত খবর