মহিলার পরিচয়েই ফেসবুকে চলছিল লোক ঠকানোর কারবার! বিধান নগর পুলিশের পর্দা ফাঁস

বাংলাহান্ট ডেস্ক : বড়সড়ো পর্দা ফাঁস সাইবার প্রতারণার। খাস কলকাতায় অভিযোগ উঠল ফেসবুকে (Facebook) বন্ধুত্ব পাতিয়ে এক ব্যক্তির থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার। জানা গিয়েছে ওই ব্যক্তিকে উপহার পাঠানোর নামে ঠকিয়ে এই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি অভিযোগ জানিয়েছিলেন বিধান নগর সাইবার ক্রাইম থানায় (Bidhan Nagar Cyber Crime)। সাইবার ক্রাইম থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সুখেন্দু মোদকের উপর পড়ে এই ঘটনার তদন্তভার।

অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সুখেন্দু মোদককে অবশ্য প্রথম থেকেই সাহায্য করেছিলেন এস আই মিলন দত্ত। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় ফ্রান্সিস চুকুডি ও এন্ড্রু চিননসো নামের দুই ব্যক্তিকে। সূত্রের খবর, এই দুইজন নাইজেরিয়ার নাগরিক। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সন্দেহজনক নথিও। ইতিমধ্যেই অভিযোগকারী সত্যজিৎ কর্মকারকে পুলিশের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আড়াই লাখ টাকা।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত অভিযুক্ত দুই ব্যক্তিকে সাজাও ঘোষণা করেছে। বারাসাত আদালত দুই অভিযুক্তকে জরিমানার পাশাপাশি তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তদন্ত প্রক্রিয়ার জন্য বিধান নগর পুলিশের কমিশনার গৌরব শর্মা অভিনন্দন জানিয়েছেন সাইবার ক্রাইম থানার তদন্তকারী অফিসার সুখেন্দু মোদককে। অভিযোগকারীর বক্তব্য, ফেসবুকে তার আলাপ হয়েছিল ইলা জেমস নামের এক মহিলার সাথে। তাদের কথা হত হোয়াটসঅ্যাপেও।

arrested nigerians

সত্যজিৎকে ইলা যে হোয়াটসঅ্যাপ (whatsapp) নম্বরটি দেন সেটি ভারতের নয়। সত্যজিৎ বাবুর অভিযোগ ছিল যে ওই মহিলা উপহার পাঠানোর নাম করে তার কাছ থেকে আড়াই লাখ টাকা প্রতারণা করে নিয়ে নেয়। পরে জানা যায় ওই মহিলার ফেসবুক আইডিটি চালায় দুজন নাইজেরিয়ান যুবক। এরপর তদন্তে নেমে দুই নাইজেরিয়ানকে বিধান নগর পুলিশ গ্রেফতার করে দিল্লির উত্তম নগর থানা এলাকা থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর