মোদী- দিদি জামানা দেখল সম্প্রীতির পুজো, বাংলাদেশ দেখলো হিন্দু দুর্গা প্রতিমা ভাঙার খেলা

 

বাংলা হান্ট ডেস্ক : একদিকে ভারতের ইতিহাসে মোদি জামানা এক সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। বিভিন্ন জায়গায় দুর্গা পূজাকে কেন্দ্র করে বাঙালির উৎসব বাঁধভাঙ্গা। উচ্ছাস যেমন রয়েছে তেমন সম্প্রীতির বার্তা। পশ্চিমবঙ্গের মন্দিরে এক প্রত্যন্ত এলাকা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এখানে দেখা গেল জন্য হিন্দু-মুসলিমের একত্র সমাবেশ। বাংলাদেশের কোলঘেঁষা এক জেলা।

অন্যদিকে বাংলাদেশে দুর্গা প্রতিমা কে কেন্দ্র করে চলছে বিচ্ছিন্ন ঘটনা। প্রতিমা ভাঙ্গার উৎসব চলছে যেন। চাঁদপুর উপজেলার রামদি পুরনো বাজারে দুর্গা প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতীরা রাতে দুর্গাপ্রতিমা ভেঙে পাশের খালে ফেলে দিয়ে যায়।

স্থানীয় হিন্দুরা ওই ভাঙ্গা প্রতিমা খাল থেকে উদ্ধার করে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তো তখনও পর্যন্ত জানা যায়নি। এমনকি প্রতিমার অবস্থা এমন হয়েছে যাতে কোনভাবেই পূজা করা সম্ভব নয়। পূজা উদ্যোক্তারা জানিয়েছেন এই ঘটনার পর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ভীতির আবহ সৃষ্টি হয়েছে। হিন্দুরা রাতে নিজেরা পাহাড়া দিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকেও কিছু হিংসাত্মক ঘটনার খবর মিলে।

সম্পর্কিত খবর