এক সপ্তাহের মধ্যে ভারত ভূমিকম্পে কেঁপে উঠেছে ২৫ বার, প্রতিদিন তিন বারের বেশি কেঁপেছে পৃথিবী

বাংলাহান্ট ডেস্কঃ প্রত্যেকদিনই কোথায়ো না কোথায় ভূমিকম্প হচ্ছে, যা নিয়ে আতঙ্কে দিন কাটচ্ছে দেশবাসী। শুক্রবার রাজধানী দিল্লি ও এনসিআরে সন্ধ্যাবেলায় কেঁপে উঠল ৷ ভূমিকম্পের মান রিখটার স্কেলে ৪.৭ ৷ দিল্লি এভাবে কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ এদিনই দিল্লির পাশাপাশি মিজোরামেও দুপুরে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়ছে। আর যদি ন্যাশানাল সেন্টর অফ সিসমোলজির পরিসংখ্যান দেখেন তাহলে শিউড়ে উঠবেন ৷ গত সাতদিনে মোট ২৫ বার ভূমিকম্প হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে ৷ National Center for Seismology-র মতে রোজ এখন দেশে তিন থেকে চারটি করে কম্পন অনুভূত হচ্ছে।

যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে ২৬ জুন দশটি ভূমিকম্প হয়েছিল ৷ মিজোরাম ১, মেঘালয়১, লাদাখ ১, হরিয়ানা ১, জম্মু-কাশ্মীর ৬ টি কম্পন আছে ৷ ২৭ জুন হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়। ২৮ জুন মণিপুরে দুটি. মেঘালয়ে ১ টি, আন্দামানে একটি কম্পন হয় ৷ ৩০ জুন ফের হরিয়ানায় দুটি , জম্মু-কাশ্মীর একটি ভূমিকম্প হয়েছিল ৷ জুলাইয়ের ১ তারিখ মেঘালয়ে ২ টি, জম্মু-কাশ্মীরে ১ টি, ২ জুলাই জম্মু-কাশ্মীরে ফের ভূমিকম্প হয় ৷ ৩ জুলাই দিল্লি এনসি আর , মিজোরামে ভূমিকম্প হয় ৷

IMG 20200406 WA0033

একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ । যা নিয়ে রীতিমতো আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে ভূ-বিজ্ঞানীদের কপালে । প্রায় প্রতিদিনই দিল্লি, লাদাখ, মিজোরাম, ত্রিপুরা , হরিয়ানার মতো একাধিক এলাকায় ভূমিকম্প হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র রিপোর্ট বলছে, কোনও জায়গায় ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে । যদিও নিশ্চিত ভাবে তা যে হবেই, এমন কোনও কথা নেই ।

এর আগে দুপুর ২.৩৫ এ প্রবল কম্পন অনুভব হয় মিজোরামের চম্ফাই এলাকায় ৷ আতঙ্কিত মানুষজন নিজেদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৪.৬ ৷ দুপুরে চম্ফাইয়ের আশেপাশে জোর কম্পন অনুভব করা যায় ৷ তবে এখনও অবধি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থলেরও সঠিক জায়গা এখনও অবধি জানা যায়নি ৷

earthquake 1 j

বৃহস্পতিবার লাদাখে ভূমিকম্প হয়েছিল ৷ রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.৫ ৷ ভূকম্পের কেন্দ্র ছিল কারগিলের ১১৯ কিলোমিটার দূরে উত্তরপশ্চিমে ৷ দুপুর ১টা ১১ – তে এই ভূমিকম্প হয় ৷ এর কিছুক্ষণ বাদে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয় ৷ দুপুর ২টা ২ এ -র ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬৷

এর আগে রবিবার সকালে আন্দামান নিকোবরের পর ফের ভূমিকম্পে কাঁপে মেঘালয় । ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯ ম্যাগনিটিউড। পশ্চিম গাড়ো পাহাড়ের কাছে তুরা এলাকায় দুপুর ১২.২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ।

EARTHQUAKE 5

জানা গিয়েছে , মেঘালয়ের অন্যতম জনপ্রিয় তুরা শহর থেকে ৭৯ কিলোমিটার দূরে, পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে এ দিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি ।প্রসঙ্গত, এ দিন সকালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূ কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.১ । শনিবার জম্মু-কাশ্মীরেও ৪.৪ মাত্রার ভূ কম্পন হয়েছিল ।

সম্পর্কিত খবর